আজকাল ওয়েবডেস্ক: শনিবার ঘরের মাঠে অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন দলের হোমগ্রাউন্ডে উদ্বোধনী ম্যাচ। শুরুতেই প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুক্রবার বিকেলে ইডেনের সবুজ গালিচায় দুই দল চূড়ান্ত প্রস্তুতি সারতে নামলেও, শেষ করতে পারেনি। মাত্র এক ঘণ্টার মধ্যেই মাঠ ছাড়তে বাধ্য হয়। শনিবারও ভিলেন হতে পারে বৃষ্টি। তবে বৃষ্টি থেমে গেলে, খেলা হওয়ার সম্ভাবনা থাকবে। তবে ইডেনে আইপিএলের ম্যাচকে কেন্দ্র করে নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচলে।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে ইডেনে আইপিএলের জন্য একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। প্রতিবারই নিরাপত্তাজনিত কারণে ইডেনে ম্যাচ হলে কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ম্যাচের দিনগুলিতে ভারী পণ্যবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ থাকবে ইডেনের আশেপাশের রাস্তায়। ইডেন গার্ডেন ও ময়দান এলাকায় পণ্যবাহী গাড়িতে লাগাম দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানানো হয়েছে, আইপিএলের ম্যাচের কারণে কিংস ওয়ে, অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোড, রেড রোড, মেয়ো রোড এবং আরআর অ্যাভিনিউতে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হবে।
উল্লেখ্য, ইডেনে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট। শুক্রবার রাতে কলকাতায় চলে এসেছেন কিং খান। তাঁকে দেখেই উচ্ছ্বাসে মাতোয়ারা সবাই। বিমানবন্দর চত্বরে ভিড় জমে যায়। ভক্তদের নিরাশ করেননি। হাত নাড়েন। ফ্লায়িং কিস ছুড়ে দেন। পরনে সাদা টি-শার্ট, হালকা নীল হাফ হাতা জ্যাকেট, জিন্স। গলায় লকেট এবং চোখে সানগ্লাস। মুখে হালকা দাড়ি। তাঁকে দেখে বিমানবন্দরে হুড়োহুড়ি পড়ে যায়। একেবারে শাহরুখ কায়দায় আরও একবার ভক্তদের মন জয় করে নেন। গাড়ি ছাড়ার আগেও আরেকবার উপস্থিত জনতার উদ্দেশে ফ্লায়িং কিস ছুড়ে দেন তিনি।
