আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের শুরুটা এবার দারুণ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুজরাট টাইটান্সের কাছে হারলেও পয়েন্ট টেবিলে প্রথম তিনে আছে। ক্রিকেটাররা খোশমেজাজে। নিজেদের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে আরসিবি। সেখানেই ড্রেসিংরুমের অন্দরমহলের মেজাজ স্পষ্ট। স্বস্তিক চিকারার জন্মদিনের সেলিব্রেশনের ভিডিও পোস্ট করা হয়। ২০ বছরে পা দিলেন আরসিবির তরুণ ক্রিকেটার। আরও একবার মজাদার কথায় সতীর্থদের মনোরঞ্জন করলেন। প্রথমে বলেন, বিরাট কোহলির তাঁকে দুটো ঘড়ি উপহার দেওয়া উচিত। তারপর কোহলি তাঁকে কেক খাওয়ানোর সময়, দাঁত দিয়ে তারকা ক্রিকেটারের আঙুল কামড়ে ধরেন চিকারা। ভিডিওতে বিরাটকে বলতে শোনা যায়, 'ভাই, আমার আঙুল ছাড়ো।' বলেই হেসে গড়িয়ে যান। এই চিত্রই বলে দিচ্ছে আরসিবিতে এখন ফিল গুড পরিবেশ। 

মনে হতেই পারে অজ্ঞাত তরুণ ক্রিকেটারকে নিয়ে এত মাতামাতি কেন? তার কারণ, চিকারারা কাণ্ডকারখানা। এর আগে যা কোনওদিন কেউ সাহস পায়নি, সেটাই করে দেখান আরসিবির উঠতি ক্রিকেটার। বিনা অনুমতিতে কোহলির ব্যাগ থেকে সুগন্ধি বের করে ব্যবহার করেন। যা দেখে হকচকিয়ে যান অধিনায়ক রজত পতিদার এবং যশ দয়াল। কিন্তু একেবারেই ক্ষেপে যাননি বিরাট। বরং মজা পান। যশ দয়াল বলেন, 'কলকাতায় ম্যাচ শেষ হওয়ার পর আমরা ড্রেসিংরুমে বসে ছিলাম। হঠাৎ ও কোহলির ব্যাগ থেকে পারফিউমের একটা বোতল বের করে। বিনা অনুমতিতে ব্যবহারও করে নেয়। সবাই হাসতে শুরু করে। কিন্তু ওর কোনও হেলদোল হয়নি। চুপচাপ বসে ছিল।' এই ঘটনায় হকচকিয়ে যান আরসিবির অধিনায়কও। রজত পতিদার বলেন, 'বিরাট ভাই ওখানেই ছিল। আমি ভাবছিলাম ছেলেটা কী করছে।' রাগ দূরের কথা, চিকারার এমন আচরণে মজা পান কোহলি। এদিনও বেঙ্গালুরুর পোস্ট করা ভিডিওতে যা স্পষ্ট।