আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে ঘুরে দাঁড়াতে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স। সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হতে চলেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে হাইভোল্টেজ ম্যাচটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অন্য এক কারণে। কারণ, দীর্ঘদিন পর চোট কাটিয়ে দলে ফিরছেন তারকা পেসার জসপ্রীত বুমরা। ম্যাচের আগে মুম্বই কোচ মাহেলা জয়বর্ধনে নিশ্চিত করেছেন বুমরার খেলার কথা। যার ফলে রীতিমত আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনি রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো দুই ব্যাটিং মহাতারকাকেও ছাপিয়ে।
এবারের আইপিএলে শুরুটা মোটেই ভাল হয়নি মুম্বইয়ের। চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই হারতে হয়েছে হার্দিক পাণ্ডেয়াদের। সমস্যা দেখা গিয়েছে ব্যাটিংয়েও। কারণ, তারকারা কেউই সেভাবে রান পাননি। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং মিডল অর্ডারের তিলক ভার্মা ফর্মে ফেরার চেষ্টা চালাচ্ছেন। নেট প্র্যাকটিসে হাঁটুতে চোট পেয়ে গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলেননি রোহিত।
এদিন তাঁকে ফের ওপেন করতে দেখা যাবে। তিলক ভার্মা ভাল শুরু করলেও বড় রানের ইনিংস খেলতে পারছেন না। অন্যদিকে, গত ম্যাচের হার ভুলে ফের জয়ের রাস্তায় ফিরতে চাইবেন কোহলিরা। মুম্বইয়ের দুর্বল ব্যাটিং লাইনআপকে কাজে লাগিয়ে তাদের ওপর আরও চাপ বাড়াতে চাইবে আরসিবি। তবে প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৫৯ রানের ইনিংস খেলার পর বড় রান পাচ্ছেন না কোহলিও। এদিন, বুমরার মোকাবিলা করাটা তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। একদিকে বুমরার প্রত্যাবর্তন, অন্যদিকে রোহিত-কোহলির দ্বৈরথ। আইপিএলের এল ক্লাসিকোর জন্য সকলে তৈরি তো?
