আজকাল ওয়েবডেস্ক: আইপিএল জয়ের ঘোর এখনও কাটেনি। সেলিব্রেশন চলছে। ১৮ বছরের খরা কাটানোর উচ্ছ্বাস কি এত সহজে কাটে! আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল দুই ভাইয়ের। কিন্তু পাঞ্জাবের কাছে এলিমিনেটরে হেরে বিদায় নেয় হার্দিক পাণ্ডিয়া। তবে তিনি না থাকলেও, আইপিএল ফাইনালে ছিল তাঁর সেলিব্রেশন। টি-২০ বিশ্বকাপ জেতার পর জুনিয়র পাণ্ডিয়ার ট্রেডমার্ক সেলিব্রেশনের কথা কেউ ভোলেননি। কাঁধ ঝাঁকিয়ে মাটিতে রাখা ট্রফির দিকে দেখান হার্দিক। তাঁর এই সেলিব্রেশন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ফ্যানদের পছন্দ হয়। এবার আহমেদাবাদে সেই ট্রেডমার্ক সেলিব্রেশন ফেরালেন আরেক পাণ্ডিয়া।
বেঙ্গালুরুর আইপিএল জয়ের উচ্ছ্বাস প্রকাশের ছবি চারিদিকে ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ছয়লাপ। প্লেয়ারদের ট্রফির সঙ্গে পোজ দেওয়া ছবি ভাইরাল হয়ে যাচ্ছে। এবার ছোট ভাইকে অনুসরণ করলেন দাদা। ক্রুনালের এক্স হ্যান্ডেলে পোস্ট করা ছবিতে তেমনই দেখা যাচ্ছে। ট্রফি মাটিতে রেখে হাঁটু গেড়ে বসে হার্দিকের অঙ্গভঙ্গিতে ট্রফির দিকে দেখান সিনিয়র পাণ্ডিয়া। শুধুমাত্র টি-২০ বিশ্বকাপ নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরও একই সেলিব্রেশন ফিরিয়ে আনেন হার্দিক। জনপ্রিয় ইনস্টাগ্রাম সেলিব্রিটি খাবি লামেকে নকল করেন তিনি। এবার ভাইকে নকল করলেন দাদা। নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে এই ছবি।
