আজকাল ওয়েবডেস্ক: বুধবার গুজরাট টাইটান্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে বিরাট কোহলি আউট হওয়ার পর সমাজমাধ্যমে দেখা গেল এক হাস্যকর ঘটনা। প্রতিপক্ষের বোলার আরশাদ খানের বদলে অভিনেতা আরশাদ ওয়ারসির ইনস্টাগ্রাম প্রোফাইল ভরে গেল কোহলি ফ্যানদের কমেন্টে। কোহলির ভক্তদের একাংশ ভুলবশত আরশাদ খানের পরিবর্তে বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসিকে আক্রমণ করতে থাকেন। তাঁর ইনস্টাগ্রাম পোস্টে ভক্তদের কমেন্টের বন্যা বয়ে যায়।

 

এক ভক্ত লিখেছেন, ‘কোহলিকে আউট কেন করলেন?’ অন্য একজন ‘মুন্নাভাই’ সিনেমার জনপ্রিয় চরিত্র সার্কিটের সঙ্গে সংযোগ ঘটিয়ে লেখেন, ‘এই সার্কিট, তুই কোহলির উইকেট কেন নিলি রে?’ এর আগেও বিরাট কোহলির সমর্থকদের এমন ভুল দেখা গিয়েছে। সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস এক দুর্দান্ত ক্যাচে কোহলিকে আউট করলে, ভক্তরা ভুলবশত ইলেকট্রনিক্স সংস্থা ফিলিপ্সের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ট্রোল শুরু করেন।

 

কিছুদিন আগে রঞ্জি ম্যাচে রেলওয়েজের বোলার সাংওয়ানের বিরুদ্ধে আউট হন কোহলি। ভক্তরা আক্রমণ করে বসেন অন্য এক সাংওয়ানকে। বুধবার বেঙ্গালুরুর হোম ম্যাচে দারুণ ছন্দে ছিলেন বিরাট কোহলি। তবে দ্বিতীয় ওভারেই তরুণ বাঁহাতি পেসার আরশাদ খানের বলে আউট হয়ে যান তিনি। প্রসিদ্ধ কৃষ্ণার হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। সোশ্যাল মিডিয়ায় এমন বিভ্রান্তি নতুন কিছু নয়, তবে বিরাট কোহলির সমর্থকদের এই ধরনের ভুল যেন মজার রসদ জোগাচ্ছে নেটিজেনদের।