আজকাল ওয়েবডেস্ক: আগামী শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল। তার আগে ক্রিকেট ভক্তদের জন্য বিশেষ মেট্রো পরিষেবা এবং ট্রেন পরিষেবার কথা ঘোষণা করল কলকাতা মেট্রো এবং পূর্ব রেল। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, শনিবার ইডেন গার্ডেন্সে ম্যাচের শেষে দর্শকদের সুবিধার্থে ব্লু লাইন ও গ্রীন লাইন-২-তে বিশেষ মেট্রো চালানো হবে। এই বিশেষ পরিষেবার টিকিট সংগ্রহ করা যাবে শুধুমাত্র এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে। স্মার্ট কার্ড, টোকেন এবং কিউআর টিকিটের জন্য কাউন্টার খোলা থাকবে।

 

তবে, এই বিশেষ মেট্রো পরিষেবার জন্য টিকিটের স্বাভাবিক ভাড়ার ওপর অতিরিক্ত ১০ টাকা সারচার্জ ধার্য করা হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। বিশেষ মেট্রো পরিষেবার সময়সূচি এরকম, এসপ্ল্যানেড-দক্ষিণেশ্বর: রাত ১২:১৫-১২:৪৮, এসপ্ল্যানেড-কবি সুভাষ: রাত ১২:১৫-১২:৪৮, এসপ্ল্যানেড-হাওড়া ময়দান: রাত ১২:১৫-১২:২৩। পাশাপাশি, ক্রিকেটপ্রেমীদের সুবিধার্থে পূর্ব রেলের তরফে দুটি বিশেষ ইএমইউ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচের শেষে প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে বারাসাত এবং বিবাদী বাগ স্টেশন থেকে বারুইপুরের মধ্যে চলবে এই ট্রেনগুলি। প্রিন্সেপ ঘাট-বারাসাত: রাত ১১:৫০-রাত ০১:০০। বিবাদী বাগ-বারুইপুর: রাত ০০:০২-০১:৩২।