আজকাল ওয়েবডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স শুরু করল জয় দিয়ে। কেকেআর প্রথমে ব্যাট করে তুলেছিল ১৭৪ রান। সুনীল নারিন করেন ২৬ বলে ৪৪ রান। নাইটদের রান তাড়া করে আরসিবি ম্যাচ জিতে নেয় ১৬.২ ওভারে।
তবে নারিনকে নিয়ে বিতর্ক রয়েছে। তিনি কি হিট উইকেট করেছিলেন? আম্পায়ার কি আরও আগেই তাঁকে আউট দিতে পারতেন?
নারিন তখন ক্রিজে। সেই সময়ে বেল পড়ে যায়। আরসিবি ক্রিকেটারদের নজর এড়িয়ে গেলেও বিরাট কোহলি ঠিক দেখতে পান। হয়তো নারিনের ব্যাট উইকেটে লেগেই বেল পড়ে গিয়েছিল। কিন্তু কোনও আরসিবি ক্রিকেটারই তা খেয়াল করেননি।
কোহলি আরসিবি-র উইকেট কিপার জিতেশ শর্মাকে জিজ্ঞাসা করেন, ''বেল পড়ল কীভাবে?''
জিতেশ বলেন, ''আমি জানি না। আমি ওদিকে নজরই দিইনি। আমি বল ফলো করছিলাম।''
বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার আউটের জন্য আবেদন করলেও তা জোরালো ছিল না।
রিপ্লেতে দেখে মনে হওয়াই স্বাভাবিক, নারিনের ব্যাটে লেগেই হয়তো বেল পড়ে গিয়েছে। ব্যাট হাতে নিয়ে নারিন যখন দোলাচ্ছিলেন, সেই সময়ে বেল পড়ে গিয়ে থাকবে। কোহলি ছাড়া আর কেউই তা খেয়াল করেননি।
What just happened there? ????#RCB fans, was that OUT or NOT? ????
— Star Sports (@StarSportsIndia)
Watch LIVE action: https://t.co/iB1oqMusYv #IPLonJioStar ???? KKR????RCB, LIVE NOW on Star Sports Network & JioHotstar! pic.twitter.com/FUK5q0hDGRTweet by @StarSportsIndia
তবে নারিনকে আম্পায়ার আউট দিতেই পারতেন। ইডেনে বেল পড়া নিয়ে ভৌতিক কাণ্ড ঘটে গেল। নারিন অবশ্য সেই সময়ে আউট হয়ে গেলে কেকেআর আরও কম রান করত।
নারিন ও অধিনায়ক অজিঙ্ক রাহানের ১০৩ রানের পার্টনারশিপ নাইটদের ভদ্রস্থ রানে পৌঁছে দেয়। নারিন ফিরে যান দশম ওভারে। ক্যারিবিয়ান তারকা ফেরার তিন বল পরে আউট হন রাহানে। সেই সময় থেকেই ধস নামে দলের ব্যাটিং অর্ডারে।
আরসিবি রান তাড়া করতে নেমে ফিল সল্ট ও বিরাট কোহলির ঝড়ে ম্যাচ জিতে নেয় সহজেই।
