আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে এখনও পর্যন্ত আটটি ম্যাচের মধ্যে পাঁচটিতে হারলেও প্লে-অফের দৌড় থেকে পুরোপুরি ছিটকে যায়নি কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের সামনে এখনও ছ’টি লিগ ম্যাচ বাকি রয়েছে। কেকেআর আগামী ছ’টি ম্যাচেই জয়লাভ করতে পারলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৮ যা কিনা প্লে-অফে যাওয়ার জন্য যথেষ্ট।
কিন্তু কেকেআর যদি ছ’টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় পায়, তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৬। সেক্ষেত্রেও প্লে-অফে জায়গা পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। কিন্তু যদি বাকি ছ’টি ম্যাচের মধ্যে কলকাতা দু’টি ম্যাচ হারে তাহলে তাদের পক্ষে প্রথম চারে জায়গা পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠবে। আগের কয়েকটি আইপিএল মরশুমে ১৪ পয়েন্ট পেয়েও একাধিক দল প্লে-অফে উঠতে পেরেছিল, তবে এবারের পরিস্থিতি অনেকটাই আলাদা।
গুজরাট টাইটান্স ইতিমধ্যেই ১২ পয়েন্ট সংগ্রহ করে ফেলেছে। তাদের হাতে রয়েছে আরও ছ’টি ম্যাচ। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস এবং লখনউ সুপারজায়ান্টস এই চারটি দলেরই ঝুলিতে রয়েছে ৮ ম্যাচে ১০ পয়েন্ট করে। শনিবার, ২৬ এপ্রিল, কলকাতার ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মুখোমুখি হবে কেকেআর।
এই ম্যাচটি তাদের নবম লিগ ম্যাচ। উল্লেখযোগ্যভাবে, শেষবার এই দুই দলের মধ্যে আইপিএলে যে ম্যাচটি হয়েছিল, সেখানে মাত্র ১১২ রানের টার্গেট তাড়া করেও ব্যর্থ হয়েছিল কেকেআর। সেই হারের বদলা নেওয়ার পাশাপাশি, প্লে-অফের দৌড়ে টিকে থাকার জন্য এই ম্যাচে জয় পাওয়া কেকেআরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
