আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ম্যাচ চলাকালীন আচরণবিধি লঙ্ঘনের জন্য ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা এবং এক ডিমেরিট পয়েন্টের শাস্তি পেলেন গুজরাট টাইটান্সের অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। রবিবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন এই শাস্তির মুখে পড়তে হয় ঈশান্তকে। বোর্ডের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ঈশান্তের শাস্তির ঘোষণা করে।
যদিও মাঠে ঠিক কী ঘটনা ঘটেছিল যার জন্য জরিমানা করা হয়েছে সে কথা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে, ইশান্ত নিজেই অপরাধের কথা স্বীকার করে নেওয়ায় কোনও শুনানির প্রয়োজন পড়েনি। আইপিএলের আচরণবিধির ২.২ ধারা অনুযায়ী, ‘ক্রিকেট সরঞ্জাম, পোশাক, মাঠের সরঞ্জাম নষ্ট করা’, এই ধরনের অপরাধের আওতায় পড়ে।
রাগের বশে ব্যাট ঘুরিয়ে বিজ্ঞাপন বোর্ড ভাঙা, উইকেট লাথি মারা, ড্রেসিং রুমের দরজা বা জানলার ক্ষতি করলে শাস্তির মুখে পড়তে পারেন ক্রিকেটার। এই শাস্তির ফলে আগামী ৯ এপ্রিল রাজস্থানের বিরুদ্ধে গুজরাটের হোম ম্যাচে ইশান্ত শর্মা খেলবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। দলের হাতে বিকল্প হিসাবে রয়েছে আর্শদ খান। পাশাপাশি ওয়াশিংটন সুন্দরকেও ব্যবহার করা যেতে পারে।
