আজকাল ওয়েবডেস্ক: শাস্তির মুখে পড়লেন গ্লেন ম্যাক্সওয়েল। আইপিএলের কোড অফ কন্ডাক্ট ভাঙার জন্য ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা হল অস্ট্রেলিয়ান তারকার। আইপিএলের নিয়মের ২.২ ধারায় লেভেল ওয়ান অফেন্সের অভিযোগ ম্যাক্সওয়েলের বিরুদ্ধে। আইপিএলের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, 'গ্লেন ম্যাক্সওয়েল আইপিএলের ২.২ ধারায় লেভেল ওয়ান অফেন্সের দায় স্বীকার করেছে। ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছে। এইধরনের অভিযোগে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।' ক্রিকেটের সরঞ্জাম, জামাকাপড়, মাঠের সরঞ্জামে কোনও ক্ষতি করলে সেটা এই ধারার মধ্যে পড়ে। ইচ্ছাকৃতভাবে উইকেটে লাথি মারা বা বিজ্ঞাপনের বোর্ড, বাউন্ডারি ফেন্সের ক্ষতি করা এই ধারায় অন্তর্ভুক্ত। নিয়ম অনুযায়ী, আউট হওয়ার পর হতাশায় অনেকেই ব্যাট মাটিতে আছড়ে ফেলে। সেই সময় বিজ্ঞাপনের বোর্ড ক্ষতিগ্রস্ত হলে, সংশ্লিষ্ট প্লেয়ারের বিরুদ্ধে এই ধারা জারি হবে। 

মঙ্গলবার চণ্ডিগড়ের মুল্লানপুরে পাঞ্জাব কিংসের সঙ্গে চেন্নাই সুপার কিংসের ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। মেজাজ হারান ম্যাক্সওয়েল। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে পাঞ্জাব। ৪২ বলে ১০৩ রান করেন প্রিয়াংশু আর্য। চেন্নাই লড়াই করলেও, শেষপর্যন্ত ১৮ রানে হারে। রাজস্থানের কাছে হারের পর আবার জয়ে ফিরলেন শ্রেয়স আইয়ারের দল। অন্যদিকে পাঁচবারের চ্যাম্পিয়নদের টানা চতুর্থ হার। পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতে টেবিলে নয় নম্বরে চেন্নাই সুপার কিংস। ধোনিদের পরবর্তী প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।