আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মেগা নিলামে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে গ্লেন ম্যাক্সওয়েলকে কিনেছিল পাঞ্জাব কিংস। কিন্তু পুরোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে চলতি কোটিপতি লিগের প্রথম ম্যাচে ডাহা ব্যর্থ অস্ট্রেলিয়ান তারকা। বরং করে বসলেন এক লজ্জার রেকর্ড। যা যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতে চাইবেন। মঙ্গলবার 'গোল্ডেন ডাক' এ আউট হন ম্যাড ম্যাক্স। আইপিএলের শুরুতে এই নাম পাঞ্জাব কিংস থেকেই পেয়েছিলেন অজি তারকা। তখন অবশ্য ফ্র্যাঞ্চাইজির নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। ম্যাক্সওয়েল-মিলার জুটির তাণ্ডব ছিল তখন। এই জুটিকে বলা হত ম্যাড ম্যাক্স এবং কিলার মিলার। তবে সেসব দিন অতীত। আবার পুরোনো ফ্র্যাঞ্চাইজিতে ফিরলেও, পুরোনো ফর্মের থেকে বহু দূরে ম্যাক্সওয়েল। সাই কিশোরের প্রথম বলে রিভার্স সুইপ মারতে গিয়ে এলবিডব্লু হন। রিপ্লেতে দেখা যায়, বল স্ট্যাম্পের বাইরে যাচ্ছিল। কিন্তু ডিআরএস নেননি ম্যাক্সওয়েল। যা দেখে অবাক রিকি পন্টিং। এই নিয়ে ১৯তম বার শূন্যতে আউট হলেন। আইপিএলে যা সর্বোচ্চ। কোটিপতি লিগে এতবার শূন্য রানে আউট হয়নি আর কোনও ব্যাটার। 

গুজরাটের বিরুদ্ধে দারুণ শুরু করেন শ্রেয়স আইয়ার। ৪২ বলে অপরাজিত ৯৭ রান করেন পাঞ্জাব কিংসের নতুন অধিনায়ক। একটুর জন্য আইপিএলে নিজের প্রথম শতরান হাতছাড়া করেন। ফাইনাল ওভারে ২৩ রান নেন শশাঙ্ক সিং। যার ফলে শ্রেয়সের সেঞ্চুরি অধরা থাকে। বিধ্বংসী ইনিংসে ৯টি ছয় এবং ৫টি চার মারেন কেকেআরের বিতাড়িত অধিনায়ক। তাঁর দাপটে ৫ উইকেট হারিয়ে ২৪৩ রান তোলে পাঞ্জাব। ১৬ বলে ৪৪ রান করেন শশাঙ্ক। ক্যামিওতে ছিল ২টি ছয়, ৬টি চার। গুজরাটের বোলিংয়ের বিরুদ্ধে মারমুখী মেজাজে শুরু করেন প্রিয়ানশ আর্যও। ২৩ বলে ৪৭ রান করেন। পন্টিং দায়িত্ব নেওয়ার পরই বলেছিলেন, আইপিএলে জেতার পাশাপাশি লক্ষ্য লিগের ইতিহাসে সেরা পাঞ্জাব দল হওয়া। প্রথম ম্যাচেই তার আভাস মিলল।