আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে পদপিষ্টের ঘটনায় চূড়ান্ত হতাশ মনোজ তিওয়ারি। বলেন, এমন ঘটনা হৃদয়বিদারক। কিন্তু মনে করেন, সঠিক পরিকল্পনা মাফিক এগোলে এই ঘটনা এড়ানো যেত। একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মনোজ বলেন, 'যা হয়েছে খুবই দুঃখজনক। কেউ এমন ভাবতে পারেনি। যারা জয় উদযাপন করতে এসেছিল, তাঁদের মধ্যে কেউই ভাবতে পারেনি জীবন দিতে হবে। যখন ভেতরে সেলিব্রেশন চলছিল, বাইরে মানুষের মৃত্যু হচ্ছিল। কাউকে এর দায় নিতে হবে।'
সঠিক পরিকল্পনা ছাড়া এই অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি উদ্যোক্তাদের সমালোচনা করেন। জানান, তাঁদের বোঝা উচিত ছিল, প্রচুর সংখ্যক সমর্থক আসবে। মনোজ বলেন, 'এক বা দু'দিন পর কি সেলিব্রেশন করা যেত না? তাহলে প্রস্তুতির যথাযথ সময় পাওয়া যেত। আবেগের বিস্ফোরণ যে ঘটবে, সেটা বোঝা উচিত ছিল। জানা ছিল যে প্রচুর সমর্থক এই সেলিব্রেশনে সামিল হতে চাইবে।' ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের প্রথম আইপিএল জয়ের প্রসঙ্গ টেনে আনেন মনোজ। জানান, খুব সুষ্ঠুভাবে আয়োজিত হয়েছিল। বেঙ্গালুরুর ঘটনার জন্য রাজ্য সরকার, পুলিশ, সিকিউরিটি এবং আরসিবির ম্যানেজমেন্টকে দায়ী করেন কেকেআরের প্রাক্তন তারকা।
