আজকাল ওয়েবডেস্ক: ২৭ কোটির ট্যাগ ঘুম ছুটিয়ে দিয়েছে ঋষভ পন্থের। তিন ম্যাচে দুটোতে হার। ব্যাটে রানের খরা। তাঁর বিরুদ্ধে তোপ দাগছে ম্যানেজমেন্ট। ব্যাটের পাশাপাশি নেতৃত্বেও বেশ কিছু ভুলভ্রান্তি করছেন। যা নিয়ে সরগরম ক্রিকেট মহল। তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে টেবিলে ছয় নম্বরে লখনউ। তিন ম্যাচে পন্থের রান ০, ১৫ এবং ২। খারাপ ফর্ম তাঁকে চাপে ফেলেছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং মনে করেন, দ্রুত এই সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে লখনউ সুপার জায়ান্টস ম্যানেজমেন্টকে। 

ভাজ্জি বলেন, 'ঋষভ পন্থ বিশেষ কিছু করতে পারেনি। ওর ব্যাট কথা বলছে না। তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছে। ওকে নিয়ে চিন্তাভাবনা করতে হবে লখনউ ম্যানেজমেন্টকে। দলের সবাইকে হতবাক করছে।' নিজের ইউ টিউব চ্যানেলে এমনই জানান হরভজন। নিকোলাস পুরান এবং আয়ুশ বাদোনি ছাড়া লখনউয়ের বাকি ব্যাটাররা হিমশিম খায়। ৭ উইকেটের বিনিময়ে ১৭১ রানে আটকে যায় লখনউ। তিন উইকেট নেন অর্শদীপ সিং। কিন্তু এলএসজির বোলাররা পাঞ্জাবকে আটকাতে পারেনি। ২২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় রিকি পন্টিংয়ের দল। শ্রেয়স আইয়ার এবং প্রভসিমরন সিংয়ের অর্ধশতরানে জেতে পাঞ্জাব। ভাজ্জি মনে করেন, নিকোলাস পুরানের আউটই টার্নিং পয়েন্ট। পাশাপাশি জানান, এই রানে পাঞ্জাবের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে আটকে রাখা সম্ভব নয়।