আজকাল ওয়েবডেস্ক: ইডেনে কেকেআর-আরসিবির উদ্বোধনী ম্যাচে নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে বিরাট কোহলির কাছে পৌঁছে যান এক কিশোর। পা ছুঁয়ে প্রণাম করেন। কোহলি তাঁকে জড়িয়েও ধরেন। নাম জিজ্ঞেস করেন। তারপর বলেন, দ্রুত পালিয়ে যেতে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই কীর্তি করে বেশ জনপ্রিয় হয়ে গিয়েছেন সদ্য উচ্চমাধ্যমিক দেওয়া ঋতুপর্ণ পাখিরা। কিন্তু সেদিন শুধুমাত্র এই একটি ঘটনা ঘটেনি। ঘটেছিল আরও একটি ঘটনা। কিন্তু সেই ব্যক্তি চেষ্টায় সফল না হওয়ায় সেটা ধামাচাপা পড়ে যায়। শনিবাসরীয় রাতে আরও একবার প্রশ্নের মুখে পড়ে ইডেনের নিরাপত্তাব্যবস্থা। ঠিক কী ঘটেছিল?

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে আরও একজন ক্রিকেট ভক্তকে ইডেনের ফেন্সিং পেরোনোর চেষ্টা করতে দেখা যাচ্ছে। তাঁর লক্ষ্য ছিল শাহরুখ খান। বলিউডের বাদশার কাছে পৌঁছনোর চেষ্টা করেন সেই ভক্ত। কিন্তু সফল হননি। তিনি ফেন্স বেয়ে ওঠার সময়ই পুলিশের নজরে পড়ে যান। তাঁকে টেনে নামানো হয়। নিরাপত্তারক্ষীদের হাতে মারধরও খান। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই দুটোই ইডেনের ঘটনা। তবে আইপিএল শুরু হওয়ার পাঁচ দিনের মধ্যেই তিনবার ফ্যানদের মাঠে প্রবেশ করার ঘটনা ঘটল। বুধবার কেকেআর-রাজস্থান রয়্যালস ম্যাচ চলাকালীন গুয়াহাটিতে এক তরুণ মাঠে প্রবেশ করেন। তখন বল করছিলেন রিয়ান পরাগ। রাজস্থানের অস্থায়ী অধিনায়ককে প্রণাম করেন। এর আগেও বেশ কয়েকবার দেশে এবং বিদেশের মাঠে দর্শক প্রবেশ করার ঘটনা ঘটেছে। তবে আইপিএলের প্রথম সপ্তাহের মধ্যে তিন তিনবার এমন ঘটনা এর আগে ঘটেনি।