আজকাল ওয়েবডেস্ক: সোমবার লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে পাঁচ ম্যাচ পর জয়ে ফিরেছে চেন্নাই সুপার কিংস। টানা হারের ধাক্কা কাটিয়ে অবশেষে স্বস্তি ফিরেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের শিবিরে। তবে চলতি আইপিএল মরশুম এখনও পর্যন্ত একেবারেই ভাল যায়নি সিএসকের। বর্তমানে তারা পয়েন্ট টেবিলের একদম নিচে অবস্থান করছে ৭ ম্যাচে মাত্র ২টি জয় এবং ৫টি হার নিয়ে।
লিগ পর্ব অতিক্রম করে প্লে-অফে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ চেন্নাইয়ের। তবে এখনও লড়াইয়ে টিকে রয়েছেন ধোনিরা। আরও সাতটি লিগ ম্যাচ বাকি রয়েছে। যার মধ্যে অন্তত ৫টি ম্যাচ জিততে পারলে প্লে-অফের স্বপ্ন আবার জাগতে পারে চেন্নাইয়ের। গত কয়েকটি মরশুমে দেখা গেছে, সাত বা আটটি জয় প্লে-অফে ওঠার জন্য যথেষ্ট হতে পারে। গতবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাতটি ম্যাচ জিতে প্লে-অফে উঠলেও চেন্নাই সুপার কিংস নেট রান রেটের কারণে বাদ পড়েছিল।
চলতি মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএল শুরু করলেও পরপর পাঁচটি ম্যাচে হেরে বসে চেন্নাই। এরই মধ্যে বড় ধাক্কা আসে রুতুরাজ গায়কোয়াডের চোটে ছিটকে যাওয়ার খবরে। তাঁর অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব ফিরে পান মহেন্দ্র সিং ধোনি। ধোনির নেতৃত্বে কোলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঘরের মাঠে বড় ব্যবধানে হারলেও, এলএসজির বিরুদ্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে সিএসকে।
