আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে একেবারেই ফর্মে নেই তারকা ব্যাটার ঋষভ পন্থ। সবথেকে দামি ক্রিকেটার হিসেবে টুর্নামেন্টে খেলতে নেমে চেনা ছন্দে দেখা যায়নি তাঁকে। তার মধ্যে আবার বোর্ডের শাস্তির মুখে পড়তে হল ঋষভকে। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ককে জরিমানা করা হয়েছে। জানা গিয়েছে, স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়েছেন পন্থ।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি লখনউ। এই নিয়ে দ্বিতীয়বার স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়তে হল ঋষভকে।আইপিএলের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, ন্যূনতম ওভার রেট সংক্রান্ত অপরাধের ফলে পন্থকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ম্যাচের একাদশে থাকা অন্যান্য ক্রিকেটার ও ইমপ্যাক্ট প্লেয়ারদের প্রত্যেককে ছ' লক্ষ টাকা অথবা তাঁদের ম্যাচ ফি-এর ২৫ শতাংশ জরিমানা দিতে হবে। উল্লেখ্য, লখনউয়ের বিরুদ্ধে সূর্যকুমার যাদব এবং রায়ান রিকেলটন অর্ধশতক হাঁকানোর পাশাপাশি যশপ্রীত বুমরার চার উইকেটে ভর করে ৫৪ রানে লখনউকে হারায় মুম্বই।
চলতি আইপিএলে মুম্বাইয়ের টানা পঞ্চম জয় এটি। প্রথমদিকে শুরুটা খুব একটা ভাল না হলেও মুম্বই ইন্ডিয়ান্স দুর্দান্তভাবে ফিরেছে এবং বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে, ঋষভ পান্তের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস দশ ম্যাচের পাঁচটিতে জয় পেয়ে বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান করছে।
