আজকাল ওয়েবডেস্ক: আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিলকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আইপিএলের কোড অফ কন্ডাক্টের ২.২২ নম্বর ধারা অনুযায়ী, চলতি মরশুমের প্রথম স্লো ওভার রেটের জন্য গুজরাট অধিনায়ক গিলকে এই জরিমানা গুণতে হয়েছে।
আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এই মরশুমে গুজরাট টাইটান্সের এটি প্রথম স্লো ওভার রেট সংক্রান্ত অপরাধ হওয়ায়, অধিনায়ক শুভমান গিলকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে’। উল্লেখ্য, গুজরাটে প্রচণ্ড গরমে খেলা চলাকালীন গুজরাটের বোলারদের অনেককেই ক্র্যাম্পের সমস্যায় ভুগতে হয়। বিশেষ করে ইশান্ত শর্মাকে স্লগ ওভারে চিকিৎসা সহায়তা নিতে হয়।
দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর পটেল এবং গুজরাটের ব্যাটার জস বাটলারও ক্র্যাম্পে কাবু হন। তবে চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও বাটলার লড়াই চালিয়ে যান এবং ৯৭ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। উল্লেখ্য, এই ম্যাচে গুজরাট টাইটান্স আইপিএল ইতিহাসে তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়লাভ করে।
২০৪ রান তাড়া করে ৭ উইকেটে এবং ৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় গুজরাট। এর আগে, তাদের সর্বোচ্চ রান তাড়ার করার রেকর্ড ছিল ২০২৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে করা ১৯৮। এর আগে এই রেকর্ড ছিল চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের দখলে। চেন্নাই ২০০৮ সালে ১৮৮ রান এবং হায়দরাবাদ ২০১৮ সালে একই রান তাড়া করে জয় পেয়েছিল।
