আজকাল ওয়েবডেস্ক: ১০ হাজার সন্তানের বাবা। শুনলে অবাক বলে মনে হলেও এটাই চরম সত্যি। নাম তারা হেনরি। নীল নদের কমির ছিল সে। ২০২৪ সালে তার বর্তমান বয়স ১২৪ বছর। বর্তমানে সে দক্ষিণ আফ্রিকার কুমির সংরক্ষণে বহাল তবিয়তে রয়েছে। সেখানে তাকে বিশেষ যত্নে রাখা হয়।


হেনরিকে ১৯০৩ সালে বোটসওয়াঙ্গা থেকে ধরে নিয়ে আসা হয়েছিল। তার সঠিক জন্মদিন হয়তো কারও জানা নেই। তবে তাকে দেখে মোটামুটি একটি অনুমান করা হয়েছে। তবে শতবর্ষ পেরিয়ে গেলেও তাকে নিয়ে উৎসাহের অন্ত নেই সকলের।


তবে হেনরির বাবা হওয়ার ক্ষমতা অসাধারণ। অতি দ্রুত সে নারী কুমিরের সঙ্গে সম্ভোগ করতে পছন্দ করে। ফলে ইতিমধ্যেই সে ১০ হাজার সন্তানের বাবা হয়েছে। তার এই অসাধারণ ক্ষমতা দেখে হতবাক হয়েছে কুমির সংরক্ষণ বিভাগের সকলেই। যে হারে সে নিজের বংশকে এগিয়ে নিয়ে চলেছে তা দেখে বিজ্ঞানীরা খুশি। এত তাড়াতাড়ি কুমিরদের বংশ শেষ হবে না।


হেননির বর্তমান ওজন ৭০০ কিলোগ্রাম। লম্বায় সে প্রায় ৫ মিটার। বর্তমানে পৃথিবীর সবথেকে পুরনো কুমির হিসেবে তার নামই রয়েছে। ফলে রোজই তাকে দেখতে ভিড় উপচে পড়ে। তবে কীভাবে এতগুলি বছর ধরে বেঁচে রয়েছে হেনরি। জীববিজ্ঞানীরা মনে করছেন এই ধরণের প্রাণীরা বয়স বাড়ার সঙ্গেই নিজের খাওয়া কমিয়ে দেয়। ফলে তাদের হজম নিয়ে বিশেষ সমস্যা থাকে না। সেখান থেকে তারা অতি সহজেই বহু বছর বেঁচে থাকতে পারে। তাদের শীতল রক্ত তাদেরকে বহু বছর ধরে বাঁচিয়ে রাখে। ফলে সেখানে সহজেই তারা অন্যদেরকে টেক্কা দিতে পারে।


কুমিরের রক্তে রোগপ্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে। সেখানে প্রোটিনের মাত্রাও বেশি থাকে। ফলে সহজে কোনও রোগ তাদেরকে আক্রমণ করতে পারে না। পাশাপাশি অতিরিক্ত হারে সেক্স করার প্রবণতাও হেনরিকে এতগুলি বছর ধরে বাঁচিয়ে রেখেছে। এটাই হেনরির বেঁচে থাকার প্রধান রহস্য।