আজকাল ওয়েবডেস্ক: ওয়াইল্ডলাইফ পার্কে একসঙ্গে ঘুরতে গিয়েছিল দম্পতি। সঙ্গে ছিলেন মা। আচমকা গাড়ির মধ্যেই স্বামী-স্ত্রীর ঝগড়া শুরু হয়। সেই অশান্তি এমন পর্যায়ে পৌঁছয়, শেষমেশ পার্কের মধ্যে গাড়ি থেকে নেমে স্বামীর সঙ্গে ঝগড়া করতে শুরু করেন স্ত্রী। কিন্তু সেই গাড়ি থেকে নামাই হল কাল। চরম পরিনতির জেরে আজীবন আফসোস করেন ওই যুবতী। 

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও হু-হু করে আবার ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, ওয়াইল্ডলাইফ পার্কে গাড়ি থেকে নেমে স্বামীর সঙ্গে ঝগড়া করতে শুরু করেন এক যুবতী। গাড়ি থেকে নেমে সোজা চলে যান স্বামীর সিটের পাশে। তখনই ঘটে বিপত্তি। পিছন থেকে যুবতীর উপর ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ। তাঁকে বাঁচানোর জন্য গাড়ি থেকে সকলে নামার আগেই যুবতীকে জঙ্গলে টেনে নিয়ে যায় বাঘটি। 

 

তাড়াহুড়ো করে গাড়ি নেমে পড়েন যুবতীর মা। স্বামী ও মা মিলে, কোনওমতে বাঘের হাত থেকে যুবতীকে রক্ষা করেন। সে সময় আরও একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে যুবতীর মায়ের উপর। গুরুতর আহত হন ওই বৃদ্ধা। পড়ে পার্কের কর্মীরা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসা চলাকালীন যুবতীর মায়ের মৃত্যু হয়। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছিল চিনের বেইজিংয়ের এক ওয়াইল্ডলাইফ পার্কে। ঘটনাটি ২০১৬ সালে ঘটেছিল। যুবতীর ওই কীর্তির জন্য বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। সম্প্রতি সেই ভিডিওটি আবারও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।