আজকাল ওয়েবডেস্ক: পথের ধারে অনেক সময় পড়ে থাকে কোটি টাকার সম্পত্তি। সেগুলি যদি কপালে থাকে তাহলে অতি সহজেই পেতে পারবেন। তবে তার জন্য নিজের চোখ খোলা রাখাও দরকার।
চেক রিপাবলিকে এক মহিলা প্রতিদিন রাস্তায় হাটতে বের হন। এই কাজটি তিনি বহু বছর ধরেই করে আসছেন। তবে এবার সেখান থেকে খুলে গেল তার কপাল। হঠাৎই রাস্তার ধার থেকে তিনি একটি বাক্সের দেখা পেলেন। সেখান থেকে তিনি পেলেন ৯০০ বছর আগের রূপোর কয়েন।
একটা দুটো নয়, তিনি পেয়ে গেলেন ২১৫০ টি কয়েন। প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি। তবে পরে তিনি সেগুলি সম্পর্কে নিশ্চিত হলেন। এই কয়েনগুলি কীভাবে রাস্তার ধারে ছিল তা নিয়ে চিন্তায় পড়ে যান ওই মহিলা। এগুলি কোনও ধনীর বাড়ি থেকে চুরি করা হয়েছিল বলেই তিনি মনে করেন।
তবে কপাল খুলে গেলেও লোভে পা দেননি মহিলা। তিনি সেগুলি সোজা তুলে দেন চেক পুলিশের হাতে। তারা সেগুলির ঐতিহাসিক গুরুত্ব বিচার করে সেগুলিকে সোজা পাঠিয়ে দেন চেক রিপাবলিকের জাদুঘরে। গবেষকরা এই কয়েনগুলিকে পরীক্ষা করে দেখেছেন সেগুলি ১২ শতাব্দীর। তবে এগুলি কাদেরা কাছে ছিল। কীভাবে সেগুলি রাস্তার ধরে পড়ে ছিল তা নিয়ে এবার শুরু হয়েছে তদন্ত।
তবে মহিলাকে খালি হাতে ফেরায়নি চেক প্রশাসন। তাকে মোটা রকমের টাকা দেওয়া হয়েছে। যেভাবে তিনি এই কয়েনগুলিকে বাজারে বিক্রি না করে সেগুলিকে প্রশাসনের হাতে তুলে দিয়েছে তা সকলের তারিফ কুড়িয়েছে। ঐতিহাসিকরা মনে করছেন এগুলি ১০৮৫ থেকে শুরু করে ১১০৭ সালের রাজার হতে পারে। ফলে এগুলি দামের দিক থেকে বিচার না করে ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।
এবিষয়ে মহিলা জানিয়েছেন তিনি এতগুলি কয়েন দেখে কখনই লোভে পড়েননি। তিনি বুঝতে পেরেছিলেন এগুলি তার কাছে রাখা যাবে না। তাই তিনি এগুলিকে নিজেই প্রশাসনের হাতে তুলে দিয়েছেন। তবে বিনিময়ে তিনি যা পেয়েছেন তাতে তিনি খুশি।
