আজকাল ওয়েবডেস্ক: জার্মানির মানহেইমে ভিড় রাস্তায় ঢুকে পড়ল গাড়ি। এলাপাথাড়ি ধাক্কায় মৃত্যু হয়েছে এক পথচারীর। আহত বহু। ঘাতক গাড়িটির চালককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তার খোঁজ করছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার কার্নিভ্যাল উপলক্ষে মানহেইমের রাস্তায় জড়ো হয়েছিলেন বহু মানুষ। প্যারেডপ্লাৎজ স্কোয়্যার থেকে মিছিল করে ওয়াটার টাওয়ার পর্যন্ত যাচ্ছিলেন তাঁরা। আচমকাই একটি কালো এসইউভি দুরন্ত গতিতে ছুটে এসে সেই মিছিলের মধ্যে ঢুকে পড়ে। তার পরে পিষে দেয় পথচারীদের। পুলিশের তরফ থেকে আরও জানানো হয়েছে, কতজন আহত হয়েছেন বা তাঁদের আঘাতের তীব্রতা তা এখনই নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। মানহেইমের ব্যস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। মানুষজনকে সতর্ক করে ঘরে থাকার কথা বলা হয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখের ভিড় রাস্তায় ঢুকে পড়ে একটি গাড়ি। চাপা দেয় সেখানে উপস্থিত থাকা মানুষদের। এই ঘটনায় আহত হন কমপক্ষে ২৮ জন। প্রাণ হারান ৩৭ বছরের এক মহিলা এবং তাঁর দু’বছরের সন্তান।