আজকাল ওয়েবডেস্ক: মার্কিন মুলুকে ট্রাম্প ফিরতেই, বড়সড় পরিবর্তনের ইঙ্গিত ছিলই নানা খাতে। প্রেসিডেন্ট পদে বসার কয়েকদিনের মাথায় এবার বড় বার্তা, এককথায় বড় সতর্কবার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিকসভুক্ত দেশগুলিকে দিলেন চরম হুমকি। যা নিয়ে ইতিমধ্যে জোর চর্চা বিশ্ব রাজনীতিতে।

ব্রিকসভুক্ত দেশগুলির তালিকায় কোন কোন দেশ রয়েছে? রয়েছে রাশিয়া, চিন, দক্ষিণ আফ্রিকা, ভারত, সংযুক্ত আরব আমিরশাহি, ইজিপ্ট-সহ বেশ কয়েকটি দেশ। কিন্তু এতে নেই আমেরিকা।

কী এমন বললেন মার্কিন প্রেসিডেন্ট, যাতে আলোচনা বিশ্বজুড়ে? ট্রাম্পের  বক্তব্য, ব্রিকসভুক্ত দেশগুলি দিনে দিনে ডলার থেকে একপ্রকার দূরত্ব তৈরি করছে। এই পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে থাকবে না মার্কিন মুলুক। আর ঠিক সেই কারণেই সোজাসুজি 'ডিল' করতে চাইছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট তাঁর সোশ্যাল মিডিয়ায় সাফ জানিয়েছেন, ডলারের কোনও বিকল্প মুদ্রা আনা যাবে না। ডলার ব্যবহার না করলে ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, 'আমাদের এই দেশগুলির কাছে প্রতিশ্রুতি প্রয়োজন, তারা অন্য কোনও ব্রিকস মুদ্রা তৈরি করবে না, কিংবা মার্কিন ডলারের বিকল্প হিসেবে অন্য কোনও মুদ্রা আনবে না।' অন্যথায়, অর্থাৎ মার্কিন ডলার ব্যবহার  না করলেই ১০০ শতাংশ শুল্কের চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ব্রিকসভুক্ত দেশগুলিকে বিদায় জানাতে হবে মার্কিন অর্থনীতিতে বিক্রয়ের চিন্তাভাবনা।

 

ট্রাম্প-বার্তার পর থেকেই আলোচনা শুরু। ব্রিকসভুক্ত কিছু দেশ ডলারের বিকল্প মুদ্রা নিয়ে আলোচনা চালাচ্ছে দীর্ঘকাল ধরেই। কিন্তু মার্কিন মুলুকে ট্রাম্প-জমানা ফিরতেই, বিশ্ব রাজনীতির মাঝে দাঁড়িয়ে তিনি একপ্রকার হুঁশিয়ারি দিলেন, এই ভাবনা কার্যকর না করার। এখন ট্রাম্প-বার্তার প্রেক্ষিতে অন্যান্য ব্রিকসভুক্ত দেশগুলি কী বলে, নজর সেদিকেই।