আজকাল ওয়েবডেস্ক: কমলালেবুর রস কিনতে গিয়ে ঘুরল ভাগ্যের চাকা। কোটি কোটি টাকা নিয়ে বাড়ি ফিরলেন এক তরুণী। নিম্ন মধ্যবিত্ত পরিবারের তরুণী কোটি টাকা হাতে পেয়েই আনন্দে আত্মহারা। কমলালেবুর রস কিনতে গিয়ে যে কোটি টাকা নিয়ে ঘরে ফিরবেন, তা কল্পনাতীত তাঁর কাছে। কীভাবে ঘটল? 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায়। কেলি স্পার সম্প্রতি পিনে গ্রোভ রোডে কমলালেবুর রস কিনতে গিয়েছিলেন। দোকানের পাশেই ছিল একটি লটারির দোকান। ভাগ্য পরীক্ষা করতে সেখান থেকে একটি লটারির টিকিট কেনেন। সেই লটারিতে আড়াই কোটি টাকা জেতেন কেলি। 

 

সংবাদমাধ্যমকে কেলি জানিয়েছেন, ২০ ডলার দিয়ে তিনি একটি লটারির টিকিট কিনেছিলেন। টিকিটটি প্রথমবার দেখেই তাঁর নজর আটকে গিয়েছিল। টিকিটের একপাশ ভাজ করা ছিল। কোনও কিছু না ভেবেই টিকিটটি কিনেছিলেন তিনি। তাতেই আড়াই কোটি টাকা জিতেছেন। ট্যাক্স বাদ দিয়ে দেড় কোটি টাকা নিয়ে বাড়ি ফিরছেন। 

 

কেলি জানিয়েছেন, তিনি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্য। কোটি টাকায় গোটা পরিবারের অনেক স্বপ্ন পূরণ হবে। কমলালেবুর রস কিনতে গিয়ে এভাবে তাঁদের সকলের ভাগ্যের চাকা ঘুরে যাবে, তা এখনও অবিশ্বাস্য লাগে তাঁর।কেলির কোটি টাকা জেতার কাহিনি চমকে দিয়েছে তাঁর পরিচিতদের।