আজকাল ওয়েবডেস্ক: মিশিগানের এক মা তাঁর ১৭ বছরের ছেলেকে হত্যা করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। ছেলের ১৮তম জন্মদিনের আগের রাতে এই ঘটনা ঘটে, এবং তিনি পুলিশকে জানিয়েছেন যে তাঁর ছেলে নিজেই মৃত্যুর ইচ্ছা প্রকাশ করে বলে তিনি এমনটা করেছেন।

অভিযুক্ত কেটি লি (৩৯) ওপেন মার্ডার এবং গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগে অভিযুক্ত। আদালতের নথি অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি হল্যান্ড, মিশিগানের পাবলিক সেফটি ডিপার্টমেন্ট থেকে একটি গৃহস্থালি ঘটনা সম্পর্কে রিপোর্ট পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লি-কে ছুরি হাতে ধরে থাকতে দেখে এবং তাঁকে গ্রেপ্তার করে।

অ্যাপার্টমেন্টের ভেতরে ১৭ বছর বয়সী অস্টিন ডিন পিকার্ট, লি-র ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রাপ্ত অভিযোগপত্র অনুযায়ী, লি সেই সকালে ৯১১-এ ফোন করে জানান যে তিনি বেশ কিছুদিন ধরে তাঁর ছেলের শ্বাস বন্ধ করার চেষ্টা করছেন কিন্তু সফল হননি। লি-র দাবি অনুযায়ী, তিনি ও তাঁর ছেলে আত্মহত্যার চেষ্টা করেন ওষুধের ওভারডোজ নিয়ে। যখন অস্টিন জ্ঞান হারায়, তখন লি তাঁর গলা এবং হাত কেটে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লি-র দাবি অনুযায়ী, তার ছেলে ১৮ বছর বয়সে পা রাখতে চায়নি এবং তাঁকে 'সাহায্য' করার অনুরোধ করেছিল। ২৪ ফেব্রুয়ারির আদালত শুনানিতে লি নিজেকে নির্দোষ দাবি করে এবং তাঁর জামিন বাতিল করা হয়। তাঁর পরবর্তী শুনানি ৪ মার্চ অনুষ্ঠিত হবে।

অস্টিনের মৃত্যুর পর অনলাইনে প্রকাশিত শোকবার্তায় তাঁর পরিবার জানায়, অস্টিন ছিলেন অত্যন্ত মজার এবং সৃজনশীল এক মানুষ, যিনি বিজ্ঞান, বই, ভিডিও গেমস, মাছ ধরা এবং রোলারকোস্টার ভালোবাসতেন। পরিবারের মতে, তিনি ছিলেন একজন ধৈর্যশীল, মৃদুভাষী এবং সহানুভূতিশীল মানুষ, যার মধ্যে অন্যদের সাহায্য করার প্রবল ইচ্ছা ছিল।