আজকাল ওয়েবডেস্ক:‌ ঋতুস্রাব থামতেই চাইছে না। তাই বলে চলল ১০০০ দিন?‌ আশ্চর্য হওয়ার কিছুই নয়। বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। আমেরিকার এক টিকটক ব্যবহারকারীর সঙ্গে এমনই ঘটনা ঘটেছে। ওই যুবতী একাধিক চিকিৎসক দেখিয়েছেন। নানা মেডিক্যাল পরীক্ষা করিয়েছেন। অবশেষে ৯৫০ দিনের মাথায় ধরা পড়েছে কেন এরকম হচ্ছে। জানা গেছে, ওই যুবতীর জরায়ু হৃদয় আকৃতির। অর্থাৎ একটি নয় দুটি জরায়ু। অন্তত ৫ শতাংশ মহিলার এরকম হয়। আর এর ফলেই ১০০০ দিন ধরে টানা চলেছে ঋতুস্রাব।


ওই যুবতী জানিয়েছেন, প্রথমবার আলট্রাসোনোগ্রাফিতেই বিষয়টা খানিকটা বোঝা গিয়েছিল। কিন্তু এরপর আরও সঠিকভাবে বিষয়টি বুঝতে একের পর এক পরীক্ষা করা হয়। কিন্তু তখন আর কিছুই বোঝা যায়নি কেন এরকম হচ্ছে। 


সাধারণত মহিলাদের ঋতুস্রাব ২১ থেকে ৩৫ দিনের মধ্যে হয়। যার স্থায়ীত্ব ২ থেকে সর্বোচ্চ ৭ দিন। বয়স, হরমোনগত সমস্যা, লাইফস্টাইলের উপর এই বিষয়গুলি নির্ভর করে। আমেরিকার এক সংস্থা জানিয়েছে, ১৪ থেকে ২৫ শতাংশ মহিলার অনিয়মিত ঋতুস্রাব হয়। যদি প্রতিনিয়ত এই ঘটনা ঘটতে থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই বাঞ্ছনীয়।


জানা গেছে আমেরিকার ওই যুবতীর প্রায় তিন মাসের এই ঋতুস্রাব শুরু হয়েছিল টানা দু’‌সপ্তাহ ক্রমাগত রক্তপাতের মাধ্যমে। একাধিক চিকিৎসকের পরামর্শ, ওষুধ খাওয়ার পরেও রক্তপাত কমেনি। ওভারিতে সিস্ট ছিল। কিন্তু এতদিন ধরে ঋতুস্রাবের বিষয়টি কোনওমতেই স্পষ্ট হচ্ছিল না। 


জানা গেছে, টিকটক ফলোয়ার্সের সঙ্গে আলোচনার পরেই বিষয়টি স্পষ্ট হয় ওই যুবতীর। এরপরই তিনি ফের চিকিৎসকের কাছে যান। জানা যায় ওই যুবতীর দু’‌টি জরায়ু। খুবই বিরল এটি। মাত্র ৫ শতাংশ মহিলার এরকম হয়ে থাকে। আবার অনেকের ক্ষেত্রে কোনও উপসর্গ দেখা যায় না।


আপাতত অস্ত্রোপচারের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টায় ওই যুবতী।