আজকাল ওয়েবডেস্ক: ইরান এবং ইজরায়েলের মধ্যে যতই পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে ততই আমেরিকা নিজের সেনাদের তৈরি করছে। মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে মার্কিন সেনা এবার নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে। ইরানের আক্রমণ থেকে ইজরায়েলকে বাঁচাতে এবং আমেরিকার সেনাদের রক্ষা করতে এবার তৈরি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন ডিফেন্স সেক্রেটারি জানিয়েছেন তারা নিজেদের দেশের মানুষকে সুরক্ষিত রাখতে চান। পেন্টাগন ইতিমধ্যে অতিরিক্ত যুদ্ধের বিমান পাঠাচ্ছে। পাশাপাশি ট্যাঙ্কার নিয়ে আস হচ্ছে। যুদ্ধের আবহ তারা নজরে রাখছেন। ফলে সেখান থেকে কোনওমতে পিছিয়ে আসবে না আমেরিকা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন ইরানের আকাশসীমার ওপর তারা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন। ফলে এবার কী আমেরিকা আসরে নামবে সেটাই সকলের মনে প্রশ্ন জাগছে।
ইতিমধ্যে এক ডজনের বেশি এফ ১৬ বিমান সৌদি আরবে নিয়ে আসা হয়েছে। গোটা এলাকা চষে ফেলছে আমেরিকার যুদ্ধবিমান। বি ৫২ বম্বার তৈরি রাখা হয়েছে দিয়েগো গার্সিয়াতে। পাশাপাশি রয়েছে বি টু বম্বার। এটি ৩০ হাজার পাউন্ডের বাঙ্গার বাস্টার বোমাকে বহনে সক্ষম। যদি এটি প্রয়োগ করা হয় তাহলে সেটি হবে আমেরিকার একটি বিরাট পদক্ষেপ এবং ইরানের কাছে চাপের।
ইরানের মিসাইলকে রুখতে সমস্ত ধরণের পদক্ষেপ নিয়েছে আমেরিকা। আরব সাগরকে ধীরে ধীরে নিজের ঘর তৈরি করে ফেলছে আমেরিকার সৈন্যরা। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে আরও সেনা পাঠানোর দিকে জোর দিয়েছে আমেরিকা। তিনটি যুদ্ধ জাহাজ ইতিমধ্যে যাত্রা শুরু করে দিয়েছে।
পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে এটি একটি রক্ষণাত্বক পদক্ষেপ। তবে যদি ইরানের সঙ্গে পুরোদমে ইজরায়েল যুদ্ধে নামে তাহলে তারা একেবারে তৈরি থাকবে।
ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের দিকে আমেরিকার ৪০ হাজার ট্রুপ যাত্রা করেছে। গোটা এলাকায় ইতিমধ্যে জারি রয়েছে লাল সতর্কতা। এর আগেও যখন এই দুই দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল তখনও আমেরিকান সেনারা তৈরি ছিল।
