আজকাল ওয়েবডেস্ক: ধূমপায়ীদের নেশা ত্যাগ এত সহজ নয়। যুগ যুগ ধরে এ যেন প্রামাণ্য সত্য। এই তালিকায় নাম লিখিয়েছিলেন তুর্কির ইব্রাহিম ইউসেল-ও। প্রচুর ধূমপান করতেন এই ব্যক্তি। খারাপ অভ্যাস কাটিয়ে ওঠার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন তিনি। প্রতি বছর, তাঁর তিন সন্তানের জন্মদিন এবং বিবাহবার্ষিকীতে ধূমপান ত্যাগ করার সংকল্প করতেন ইব্রাহিম ইউসেল। নিয়ম মেনেই অবস্য প্রতিবারই অকৃতকার্য হতেন তিনি। মাত্র কয়েক দিন যেতে না যেতেই ধূমপান করে ফেলতেন তিনি। ফলে পারিবারিক অশান্তি যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে  উঠেছিল ইউসেল পরিবারে।

২৬ বছরের নেশা ত্যাগে অবশ্য শেষে ইউসেল দৃঢ় সংকল্প করেন। সোশ্যাল মিডিয়ায় সেই তথ্য ফাঁস হয়েছে। 'নন এসথেটিক থিংগস' নামক অ্য়াকাউন্ট থেকে এক্স হ্য়ান্ডেলে পোস্টে ইউসেলের বেশ কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে। সেখানে ওই ব্যক্তির মাথায় একটি হেলমেট আকৃতি ধাতব খাঁচা দেখা যাচ্ছে। 

একমাত্র খাবার সময় ইউসেল ওই খাঁচা খুলতেন। এমনকি জলও খেতেন স্ট্র দিয়ে। ওই ছবিগুলির একটিতে দেখা যাচ্ছে ইউসেলের স্ত্রী স্বামীর মাথায় ধাতব হেলমেটটি আটকে দিচ্ছেন।

?ref_src=twsrc%5Etfw">November 7, 2024

বিষয়টি জানাজানি হওয়ার পর ইউসেল প্রচুর জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে মাথার খাঁচা আদৌ ইউসেলকে ধূমপান ত্যাগে সাহায্য করেছিল কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে, এই ঘটনা ২০১৩ সালেরষ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার শেয়ার করা তথ্য অনুসারে, প্রতি বছর ৮০ লক্ষেরও বেশি মানুষ তামাক সেবনের কারণে প্রাণ হারান। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলিতে পরিস্থিতি আরও খারাপ। এইসব দেশে সাম্প্রতিক সময়ে মাদক পণ্যগুলির বিক্রি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

প্যাসিভ ধূমপানও মারাত্মক পরিণতির দিকে নিয়ে যেতে পারে। প্রতি বছর, প্রায় ১.২ মিলিয়ন অধূমপায়ী পরোক্ষ ধূমপানের সংস্পর্শে মারা যায়। গর্ভবতী মহিলাদের তামাকের ধোঁয়া থেকে নিজেকে দূরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এটি কেবল মায়েদের উপরই নয়, তাদের শিশুদের উপরও প্রভাব ফেলে।