আজকাল ওয়েবডেল্ক: ভূমিকম্পে কাঁপল দক্ষিণ আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা ও চিলি। কম্পণের মাত্রা ৭.৪। এরপরই আর্জেন্টিনা ও চিলি কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে সরকার। তবে প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে যে, ভূমিকম্পটি ড্রেক প্যাসেজে সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরতায়, আর্জেন্টিনার উশুয়াইয়া শহর থেকে ২১৯ কিলোমিটার দূরে এবং চিলির পুয়ের্তো উইলিয়ামস শহর থেকে একই দূরত্বে আঘাত হেনেছে।

স্থানীয় সময় সকাল ৯.৫৮ নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে আর্জেন্টিনা ও চিলি। এরপর বেশ কয়েকটি ছোট আফটারশকও অনুভূত হয়েছে।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ এক্স বার্তায় জানিয়েচেন, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি মোকাবিলায় দেশের সক্ষমতার সবটুকু ব্যবহার করা হবে। তিনি লেখেন, "আমরা ম্যাগালেনাস অঞ্চলের পুরো উপকূল থেকে লোকজনকে সরিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমাদের দায়িত্ব হল প্রস্তুত থাকা এবং কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলা।"

দক্ষিণ আমেরিকার দেশ চিলি ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে একটি। চিলি ভূমিকম্পপ্রবণ। তিনটি টেকটোনিক প্লেট চিলির ভূখণ্ডের মধ্যে একত্রিত হয়েছে। এই  টেকটোনিক প্লেটগুলি হল নাজকা, দক্ষিণ আমেরিকান এবং অ্যান্টার্কটিক প্লেট। 

 

?ref_src=twsrc%5Etfw">May 2, 2025

শুক্রবারের ভূমিকম্পের ফলে সৃষ্ট তরঙ্গটি আগামী কয়েক ঘন্টার মধ্যে অ্যান্টার্কটিক উপদ্বীপ এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, যার উচ্চতা ০.৩ মিটার থেকে ১ মিটারের মধ্যে হবে বলে আশঙ্কা। এই তরঙ্গগুলি প্রথমে যেখানে পৌঁছাতে পারে অ্যান্টার্কটিকাতে। এখানেই চিলির সামরিক ঘাঁটি বার্নার্ডো ও'হিগিন্স এবং আর্তুরো প্রাত রয়েছে।

১৯৬০ সালে, দক্ষিণ চিলির ভালদিভিয়া শহর ৯.৫ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছিল, যা এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে বিবেচিত হয়। এই বিপর্যয়ে ৯,৫০০ জন মানুষের প্রাণ গিয়েছিল। ২০১০ সালে, মধ্য চিলির উপকূলে ৮.৮ মাত্রার ভূমিকম্প হয়। যা সুনামির সূত্রপাত করেছিল, ৫২০ জনেরও বেশি লোক মারা গিয়েছিল। তবে শুক্রবারের ভূমিকম্পটির উৎসস্থল স্থলভাগ থেকে বেশ কিছুটা দূরে, তাই তেমন কোনও বড় বিপর্যয় ঘটেনি।