আজকাল ওয়েবডেস্ক: দেশে কোনও হাসপাতাল নেই? এটাও কি সম্ভব? হ্যাঁ, এমন একটি দেশ আছে যেখানে কোনও হাসপাতাল নেই। কিন্তু আপনি যে কারণে ভাবছেন তার জন্য নয়।

আমরা যে দেশের কথা বলছি তা হল ভ্যাটিকান সিটি। খ্রিস্টধর্মের কেন্দ্রস্থল এবং বিশ্বের সবচেয়ে ছোট দেশ। ১৯২৯ সালে দেশটির উৎপত্তি। রোমান ক্যাথলিক চার্চের আবাসস্থল এবং ক্যাথলিক ধর্মের মক্কা। ভ্যাটিকান সিটির সীমানার মধ্যে একটিও হাসপাতাল নেই। আশ্চর্যজনকভাবে, গত ৯৬ বছর ধরে এই ক্ষুদ্র দেশে কোনও শিশু জন্মগ্রহণ করেনি।

বিশ্বের সবচেয়ে ছোট দেশে যদি কেউ অসুস্থ হন তাহলে তাঁকে চিকিৎসার জন্য যেতে হয় রোমে। ভ্যাটিকানের অন্তঃসত্ত্বা মহিলাদের কাছে সন্তানের জন্ম দেওয়ার জন্য যথোপযুক্ত ব্যবস্থা না থাকায় গত ১০০ বছরে এখানে কোনও সন্তানের জন্ম হয়নি।

ভ্যাটিকান সিটি হল পোপের বাসস্থান। সেই সঙ্গে রোমান ক্যাথলিক চার্চের অন্যান্য প্রধান ধর্মীয় নেতা এবং পুরোহিতদের বাসস্থান। দেশের প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সেখানে হাসপাতাল নির্মাণের জন্য একাধিক বার অনুরোধ করা হয়েছিল। প্রতিবার সেই অনুরোধগুলি প্রত্যাখ্যান করা হয়েছিল। সৌভাগ্যবশত, ভ্যাটিকান সিটি ইতালির রাজধানী রোমের মাঝখানে অবস্থিত। যখনই এমন পরিস্থিতি দেখা দেয় যেখানে কারও হাসপাতালের যত্নের প্রয়োজন হয়, তখনই তাকে ইতালির রাজধানীতে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা পান আর্তরা।