আজকাল ওয়েবডেস্ক: প্যালেস্তাইনের ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘনের তদন্তে যুক্ত জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়র ফ্রানচেসকা আলবানিজের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন ট্রাম্প প্রশাসন। গাজায় ইজরায়েলের যুদ্ধকে “গণহত্যা” আখ্যা দিয়ে বারবার আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি করায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

ইতালির নাগরিক ও মানবাধিকার আইনজীবী আলবানিজ এই নিষেধাজ্ঞাকে “মাফিয়া ধাঁচের ভয় দেখানো” বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, “আমি সবসময় ন্যায়বিচারের পক্ষে থেকেছি এবং থাকব।” ইজরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের অভিযোগে সমর্থন জানিয়ে আলবানিজ সম্প্রতি এমন এক প্রতিবেদন প্রকাশ করেছেন যেখানে মার্কিন বহু নামী প্রতিষ্ঠানকে গাজায় দখলদারিতে সহযোগিতাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই সিদ্ধান্তকে “দলীয় প্রতিহিংসা” ও “আন্তর্জাতিক নিয়ম ভঙ্গের নজির” বলে নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির মতো সংগঠনগুলো। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইজরায়েলের পাল্টা আক্রমণে গাজায় ৫৭,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রকের দাবি, যাদের অধিকাংশই নারী ও শিশু। বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষাকারী মহল বলছে, বিশেষ র‍্যাপোর্টিয়রদের কাজ রক্ষা করা জরুরি, নইলে আন্তর্জাতিক মানবিক আইন মুখ থুবড়ে পড়বে।