আজকাল ওয়েবডেস্ক: জাপানে এক চমকপ্রদ পরিবারিক প্রথা আজও বহাল—বিয়ের পর স্বামীরা নিজেদের মাসিক বেতন স্ত্রীর হাতে তুলে দেন, আর স্ত্রীরা পরিবারের অর্থনীতি সামলান কড়া হাতে। বিনিময়ে স্বামীরা মাসে একবার পান “ওকোজুকাই” বা পকেটমানি—নিজস্ব খরচের জন্য নির্ধারিত একটি নির্দিষ্ট অঙ্ক।
এই প্রথা বহু দশক ধরে জাপানি সমাজে প্রচলিত। ঐতিহ্যগতভাবে পুরুষেরা বাইরে কাজ করতেন, আর মহিলারা গৃহস্থালির দেখভাল করতেন। পরিবার চালানোর দায়িত্বে থাকা স্ত্রীদের ওপরই পড়ে পুরো অর্থব্যবস্থার ভার। বিশ্বাস করা হয়, মহিলারা তুলনামূলকভাবে বেশি মিতব্যয়ী এবং টাকা জমাতে দক্ষ।
স্বামীরা যে পকেটমানি পান, তা দিয়ে তাঁদের চলতে হয় বন্ধুদের সঙ্গে আড্ডা, ব্যক্তিগত শখ কিংবা অন্য সামাজিক খরচ। যদিও এই টাকার পরিমাণ নির্ভর করে দম্পতির আর্থিক অবস্থা ও জীবনধারার উপর।
তবে সময় বদলাচ্ছে। সমাজে নারী-পুরুষের ভূমিকা এখন আগের চেয়ে অনেক বেশি সমতা ভিত্তিক। অনেক দম্পতি এখন একসঙ্গে সিদ্ধান্ত নিচ্ছেন বাজেট ও সঞ্চয়ের ক্ষেত্রে। অনেক পুরুষও সক্রিয় হচ্ছেন ঘরোয়া অর্থব্যবস্থার জগতে। এই অভিনব অথচ গভীর সামাজিক বাস্তবতায় জাপানি পরিবারিক জীবনের ভিন্নমাত্রা ধরা পড়ে—যেখানে অর্থের নিয়ন্ত্রণ শুধু সংখ্যা নয়, বরং বিশ্বাস ও সম্পর্কের প্রতিফলন।
