আজকাল ওয়েবডেস্ক: মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার জানিয়েছে যে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা নিয়ে বারতের অবস্থানের সঙ্গে তাঁর প্রত্যর্পণ সম্পর্কিত ঢাকার অনুরোধের কোনও সম্পর্ক নেই। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র বলেছেন, "শেখ হাসিনা বাংলাদেশি নাগরিক। বিচার প্রক্রিয়ার মুখোমুখি করতে তাঁকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছি দিল্লির কাছে। এর সঙ্গে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে ভারতের অবস্থানের কোনও সম্পর্ক নেই। সেটা আমাদের বিবেচনার বিষয়ও নয়।"

গত ৫ অগাস্ট বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসেছিলেন শেখ হাসিনা। এরপর হাসিনার বিরুদ্ধে গণহত্যা-সহ অমানবিক নানা অপরাধের মামলা চলছে। এই প্রেক্ষিতেই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনা-সহ তাঁর মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী, উপদেষ্টা এবং সামরিক ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এমনকি হাসিনা-সহ মোট ৯৭ জনের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার সেদেশের সরকারি মুখপাত্র রফিকুল আলম জানান, হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে ভারতের অবস্থানের সরকারিস্তরে কোনও ঘোষণা নেই। তিনি বলেন, "যখন কোনও বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট বাতিল করা হয়, তখন সংশ্লিষ্ট দেশকে বাংলাদেশের তরফে অবহিত করা হয় এবং এই ধরনের ক্ষেত্রে ভিসার আর প্রয়োজন হয় না।"

উল্লেখ্য, বাংলাদেশ গত মাসেই আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে শেখ হাসিনার প্রত্যার্পণের দাবি করেছিল। সেই চিঠির প্রাপ্তি স্বীকার করেছিল নয়াদিল্লি। তবে, কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি।