আজকাল ওয়েবডেস্ক: ‘ছোট পরিবার, সুখী পরিবার’ - এই আপ্তবাক্যেই বিশ্বাসী আজকের দুনিয়ার বহু মানুষ। কিন্তু স্রোতের বিপরীতে হেঁটে ২৭ বছর বয়সেই সাত সন্তানের মা হয়েছেন ব্রিটেনের শার্নে। তিন ভিন্ন পুরুষের সঙ্গে সম্পর্কে তাঁর এই সাত সন্তান। তবে এখানেই থামতে নারাজ তিনি। সমালোচনার ঝড় উপেক্ষা করে আরও এক সন্তান, অর্থাৎ অষ্টম সন্তানের মা হওয়ার ইচ্ছা প্রকাশ করে ফের খবরের শিরোনামে এসেছেন এই যুবতী।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া খোলামেলা সাক্ষাৎকারে নিজের জীবনের ব্যতিক্রমী কাহিনি শুনিয়েছেন শার্নে। তিনি জানান, মাত্র ১৬ বছর বয়সে প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানতে পারেন। সেই কঠিন সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, “প্রথম সন্তানের জন্মের সময় লোকে আমাকে নিয়ে প্রচুর ঠাট্টা-তামাশা করত, বাঁকা চোখে দেখত। আমি খুব লজ্জিত ছিলাম। মনে হত, আমি আমার মা'কে হতাশ করেছি।” মেয়ের এই খবরে তাঁর মা-ও ভেঙে পড়েছিলেন। এত কম বয়সে শার্নে সন্তানের ঠিকমতো যত্ন নিতে পারবে না, এই ভেবেই আতঙ্কিত ছিলেন তিনি।
কিন্তু কোনও বাধাই তাঁকে দমাতে পারেনি। প্রথম সন্তানের জন্ম দেওয়ার পর মাত্র ১৯ বছর বয়সের মধ্যেই আরও তিন সন্তানের জননী হন শার্নে। অর্থাৎ, কুড়ি পেরোনোর আগেই তিনি ছিলেন চার সন্তানের মা। পরবর্তীকালে বিভিন্ন সময়ে মোট তিন জন সঙ্গীর সঙ্গে সম্পর্কে সাত সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
আরও পড়ুন: পুজোর মণ্ডপে অসুর নয়, স্বামীর কাটা মুণ্ডু! প্যান্ডেলে ঢুকেই শিউরে উঠলেন মানুষ!
শার্নে তাঁর পরিবারের গঠন সম্পর্কে বলেন, “আমার সন্তানদের বাবা তিনজন। প্রথম সঙ্গীর সঙ্গে আমার একটি সন্তান, দ্বিতীয় জনের সঙ্গে চারটি এবং আমার বর্তমান সঙ্গী মারিওর সঙ্গে দুটি।” মারিওর সঙ্গে তাঁর সম্পর্কের শুরুর কথা বলতে গিয়ে তিনি জানান, “মারিও প্রায়ই বাচ্চাদের জন্য ডায়াপার নিয়ে আসত। ওকে কিছু বলতে হত না, নিজেই সব করত। ওর এই স্বভাবটাই আমাকে ওর প্রেমে ফেলতে বাধ্য করে।” ২০২১ সাল থেকে তাঁরা একসঙ্গেই রয়েছেন। পাশাপাশি পরিবার আরও বড় করার কথা ভাবছেন। এমনকী শার্নের মা-ও এখন তাঁদের এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় প্রায়শই নিজের পরিবারের ছবি ও ভিডিও শেয়ার করেন শার্নে। কিন্তু এত কম বয়সে এতগুলি সন্তানের মা হওয়ায় তাঁকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। “এত কম বয়সে এতগুলো বাচ্চা, লজ্জা হওয়া উচিত,” বা “নিজের উপর নিয়ন্ত্রণ রাখো,”- এর মতো কুরুচিকর মন্তব্যও শুনতে হয়েছে তাঁকে।
তবে এসবে কান দিতে নারাজ শার্নে। তিনি নিজের জীবন নিয়ে সন্তুষ্ট এবং সন্তানদের একটি সুন্দর ভবিষ্যৎ দিতেই মনযোগী। ইউটিউবে তাঁর সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। এক জন মন্তব্য করে বলেছেন, “বলতেই হবে, উনি বাচ্চাদের খুব ভালভাবে বড় করছেন।” আর এক জনের মতে, “এটা সত্যিই বাড়াবাড়ি। এতগুলো বাচ্চার কথা আমি ভাবতেও পারি না।” অন্য এক ব্যবহারকারী আবার লিখেছেন, “যতজন পুরুষের সঙ্গে সম্পর্ক হবে, সকলের সঙ্গেই সন্তানধারণের কোনও মানে হয় না।” তবে এই সব ভালো-মন্দ প্রতিক্রিয়ার ঊর্ধ্বে উঠে শার্নে নিজের পরিবারকেই অগ্রাধিকার দিয়েছেন এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছেন।
