আজকাল ওয়েবডেস্ক: রাশিয়া ভারতকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সম্পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে এবং যে সামরিক অর্ডারগুলি রয়েছে তা দ্রুত পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছে। শনিবার এমনটাই জানাল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক।
ভারতের পক্ষ থেকে সঞ্জয় শেঠ যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৮০তম বার্ষিকীতে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন, রুশ উপ-প্রতিরক্ষা মন্ত্রী কর্নেল জেনারেল আলেকজান্ডার ফোমিনের সঙ্গে সামরিক এবং প্রযুক্তিগত বিষয়ে আলোচনা করতে দেখা করেছিলেন। রাশিয়া নিশ্চিত করেছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সমর্থন দেবে এবং বলেছে যে দুই দেশের মধ্যে সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাবে।
ইন্ডিয়া টুডের খবর অনুসারে, রাশিয়া প্রতিশ্রুতি দিয়েছে যে তারা পরিকল্পনামাফিক সামরিক অর্ডারগুলি দ্রুত কার্যকর করবে। দুই পক্ষই নিয়মিত পরামর্শের মাধ্যমে সম্পর্ক উন্নত করার চুক্তি করেছে। বৈঠকের সময়, তিনি রাশিয়াকে সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
সঞ্জয় শেঠ বলেছেন যে তিনি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিনম্র স্বভাবে অত্যন্ত প্রভাবিত হয়েছেন। তিনি বলেন, "আমার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তিনবার সাক্ষাৎ করার সুযোগ হয়েছিল। তিনি আমাকে খুব উষ্ণভাবে অভিবাদন জানিয়েছিলেন এবং তার বিনম্র স্বভাবে আমাকে মুগ্ধ করেছিল।"
ভারতের পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে চড়েছে উত্তেজনার পারদ। তবে রাশিয়ার ভারতের পাশে থাকার এই বার্তায় পাকিস্তান ফের অনেকটা চাপে পড়ে গেল বলেই মনে করছে বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, শনিবার বিকেল পাঁচটা থেকে ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি কার্যকর বলে ঘোষণা করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। এরপর রাত ন'টা থেকেই ফের সাইরেন বাজতে শুরু করে অমৃতসরে। আবারও ব্ল্যাক আউট করা হয় গোটা শহরে। সকলকে বাড়ি থেকে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়। শনিবার রাত থেকেই ফের বাড়তি সতর্কতা অবলম্বন করে, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
