আজকাল ওয়েবডেস্ক: প্রেমে প্রতারণা। ঘটনা নতুন নয় একেবারে। আগেও ঘটেছে বারে বারে। প্রেমের টানে সর্বস্ব খুইয়ে হুঁশ ফেরে মানুষের। ফের একই ঘটনা। জানা গিয়েছে, অনলাইন প্রেমের ফাঁদে খোয়ালেন সর্বস্ব। তথ্য, জাপানের একজন বয়স্ক মহিলা এক ভয়াবহ অনলাইন প্রতারণার শিকার হয়েছেন, যার ফলে তারঁ জীবনের সমস্ত সঞ্চয় খুইয়েছেন তিনি।

 হোক্কাইডোর বাসিন্দা ৮০ বছর বয়সী ওই বৃদ্ধা। তাঁর কাছে একজন ব্যক্তি, নিজেকে একজন মহাকাশচারী হিসেবে পরিচয় দিয়েছিলেন। ওই পরিচয়েই দিনে দিনে প্রেম জমিয়েছিলেন বৃদ্ধার সঙ্গে। বৃদ্ধা সবকিছুই সত্যি ভেবেছিলেন। ভাবতেও পারেননি, প্রেমিক হিসেবে যাঁর সঙ্গে দিনরাত মশগুল হয়ে থেকেছেন, তিনি আদতে ফাঁদ পেতেছেন। আদতে সব ভুয়ো।

আরও পড়ুন: কী কথা হয়েছিল ট্রাম্পের সঙ্গে! গাড়িতে একসঙ্গে যাওয়ার সময়েই মোদিকে সব সত্যি বলে দিয়েছেন পুতিন? ...

জানা গিয়েছে, ওই যুবক, প্রেমিক সেজে জুলাই মাসে সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে প্রথমে বৃদ্ধার সঙ্গে যোগাযোগ করেন এবং ধীরে ধীরে ভালবাসা জাহির করে বিশ্বাস তৈরি করেন। এখানে শুরু। শেষ বহুদূরে। তথ্য, ওই ব্যক্তি যখন বুঝতে পারেন বৃদ্ধা ভালবেসে তাঁকে বিশ্বাস করতে শুরু করেছেন, তখন ফাঁদেন এক অন্য গল্প। একটি অস্বাভাবিক গল্প শেয়ার করে দাবি করেন। বলেন, তিনি মহাকাশযানে আটকে পড়েছেন। বেঁচে ফেরার জন্য প্রয়োজন অক্সিজেন।

প্রেমে হাবুডুবু অবস্থা। প্রেমিকের সব কথাই তখন চোখ বুজে বিশ্বাস করেছেন তিনি। বৃদ্ধা তাঁকে অক্সিজেন কিনতে সাহায্য করার জন্য ১ মিলিয়ন ইয়েন (প্রায় ৫ লক্ষ টাকা) স্থানান্তর করেন। আটকে পড়া একজন মহাকাশচারীকে বাঁচাচ্ছেন, জানতেন তেমনটাই। তখনও মাথাতেই আসেনি, আদতে সব করছেন এক প্রতারক। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, হোক্কাইডো ব্রডকাস্টিংয়ের প্রতিবেদন অনুযায়ী তথ্য, অনলাইন চ্যাট চলতে থাকায় একা বসবাসকারী ওই মহিলা প্রতারকের সঙ্গে কথা বলা শুরু করেন। তিনি একাকিত্বে ভুগছিলেন। ভেবেছিলেন, মনের মানুষ খুঁজে পেয়েছেন। কথা বলার মানুষ পেয়েছেন। বিশ্বাস করে সব কথা বলতেও থাকেন। 

আরও পড়ুন: যদি চীন কিছু করে ফেলে! পুতিনের সঙ্গে বৈঠকের পরেই মোছা হল গ্লাস-চেয়ার, আতঙ্কে আর যা করলেন কিম-এর

বৃদ্ধার এই বিশ্বাস করা, মানসিকভাবে নির্ভরশীল হয়ে ওঠাকেই কাজে লাগিয়েছেন ওই যুবক। প্রতারকটি জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের শেষের মধ্যে পাঁচটি ভিন্ন দোকানে প্রিপেইড সিস্টেম ব্যবহার করে টাকা পাঠানোর নির্দেশ দেন। তাঁর গল্পে বিশ্বাস করে, বৃদ্ধা নির্দেশাবলী অনুসরণ করে এবং স্থানান্তর করে।

প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরেই ওই বৃদ্ধা পরিবারকে বিষয়টি জানান। তাঁদের সঙ্গে আলোচনা করার পর, পুলিশকে জানান পুরো বিষয়টি। পুলিশ তদন্তের পর নিশ্চিত করে, একেবারে ঠান্ডা মাথার পরিকল্পনার শিকার মহিলা। স্থানীয় পুলিশ পরে জানায় যে,  এটি একটি সাধারণ ধরণের অনলাইন প্রেম-প্রতারণা। এই প্রতারণাগুলি প্রায়শই বয়স্ক মানুষকে লক্ষ্য করে সাজানো হয়। মূলত যাঁরা একাকিত্বে ভোগেন। 

পুলিশ লোকেদের সতর্ক থাকার জন্য একটি সতর্কতা জারি করে। পুলিশের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ায় পরিচিৎ কোনও ব্যক্তি যদি আচমকা নানা কাহিনি শুনিয়ে টাকা চাইতে থাকে, তাহলে তা থেকে সজাগ থাকতে।