আজকাল ওয়েবডেস্ক: পছন্দের স্যান্ডউইচে কামর দিতেই চরম পরিণতি এক মিউজিশিয়ানের। কিছুক্ষণেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন তিনি। স্যান্ডউইচ খাওয়ার পরেই তাঁর শরীরে অস্বস্তি শুরু হয়। পরে জানা যায়, সেই স্যান্ডউইচে ছিল ব্রকোলি। তা থেকেই চরম পরিণতি হল তাঁর। শুধু তিনিই নন, সেই স্যান্ডউইচ খাওয়ার পর শিল্পীর গোটা পরিবার ভর্তি রয়েছেন আইসিইউতে। এরপরই দেশজুড়ে জারি রয়েছে উচ্চ সতর্কতা। দেশজুড়ে ছড়াল এক ভয়ঙ্কর, বিরল রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ইতালিতে। ব্রকোলি স্যান্ডউইচ খাওয়ার পরেই মৃত্যু হয়েছে ৫২ বছর বয়সি এক প্রৌঢ়ের। পেশায় তিনি একজন মিউজিশিয়ান ও শিল্পী ছিলেন। সেই ব্রকোলি স্যান্ডউইচ খাওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও ৯ জন। সকলেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পরেই বটুলিজমের নামের এক বিরল রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা করছেন চিকিৎসকরা। 

'লন্ডন ইভনিং স্ট্যান্ডার্ড'-এর প্রতিবেদন অনুযায়ী, দ্য সার্নো নামের নেপলসের বাসিন্দা ছিলেন। পরিবারের সঙ্গে দিন কয়েক আগে ছুটি কাটাতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে একটি স্থানীয় দোকান থেকে ব্রকোলি ও সসেজ দেওয়া স্যান্ডউইচ খেয়েছিলেন তিনি। এরপরই ঘটে বিপত্তি। স্যান্ডউইচ খাওয়ার পর শরীরে অস্বস্তি অনুভূত হয় তাঁর। 

আরও পড়ুন: বউমাকে পেটাত ছেলে, কান্না সহ্য হয়নি শাশুড়ির, শেষমেশ নিজের ছেলের যা হাল করল, বাড়িতে ঢুকেই আঁতকে উঠল পুলিশ

ঘটনাটি ঘটেছিল ৭ আগস্ট। দিয়ামান্তের একটি স্থানীয় ফুড ট্রাক থেকে খাবার কিনে খেয়েছিলেন সকলে। এরপর গাড়িতে উঠে বাড়ি পথে যাত্রা শুরুর সময়েই সকলে অসুস্থ হয়ে পড়েন। জানা গেছে, ওই মিউজিশিয়ানের পরিবারের সদস্যরাও ব্রকোলি স্যান্ডউইচ খেয়েছিলেন। পথেই গাড়ির থামিয়ে অ্যাম্বুল্যান্স ডাকা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে পৌঁছনোর আগেই দ্য সার্নোর মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন: সুখবর! সোনার দামে বিরাট পতন, কলকাতায় কতটা সস্তা হল হলুদ ধাতু?

জানা গেছে, আরও নয়জন সেই ব্রকোলি স্যান্ডউইচ খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন।‌ সকলেই হাসপাতালে ভর্তি রয়েছেন। সেই ফুড ট্রাক থেকেই কেনা স্যান্ডউইচ খেয়ে পরপর এতজন অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের তালিকায় মিউজিশিয়ানের পরিবারের একাধিক সদস্য রয়েছেন। যাদের মধ্যে দুজন কিশোর, দুই মহিলাও রয়েছেন। সকলেই ভর্তি আছেন হাসপাতালের আইসিইউতে। 

চিকিৎসকরা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে সম্ভবত ক্যালাব্রিয়ার একটি ফুড ট্রাক থেকে কেনা ব্রকোলি স্যান্ডউইচ খাওয়ার পর। ইতালির কর্তৃপক্ষ ব্রকোলি স্যান্ডউইচ খাওয়ার পর বটুলিজম (botulism) নামের একটি বিরল কিন্তু মারাত্মক রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা করছে। বটুলিজম হল এক ধরনের খাদ্য বিষক্রিয়া যা ক্লসট্রিডিয়াম বটুলিনাম (Clostridium botulinum) ব্যাকটেরিয়ার বিষাক্ত টক্সিনের কারণে হয়ে থাকে। এই বিষাক্ত টক্সিন স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, শ্বাসকষ্ট, পেশী দুর্বলতা সৃষ্টি করে এবং কিছু ক্ষেত্রে মৃত্যুর কারণ হতে পারে। 

গত মাসেও মেক্সিকোতে বটুলিজমের আতঙ্ক ছড়ায়। গত জুলাইয়ের শেষদিকে মেক্সিকো ফুড স্ট্যান্ড থেকে খাবার খাওয়ার পর আটজন অসুস্থ হয়ে পড়েছিলেন। ফিয়েস্তা ল্যাটিন ফেস্টিভ্যালে ঘটনাটি ঘটেছিল। এই ঘটনার পর ব্রকোলি বিক্রির উপর নজরদারি চালাচ্ছে প্রশাসন। কোন থেকে এই ব্রকোলি আমদানি হচ্ছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।