আজকাল ওয়েবডেস্ক: ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক রয়েছে। সারা দেশে এক হাজারেরও বেশি রেল স্টেশন রয়েছে। কিছু শহর ও শহরতলিতে কয়েক ডজন স্টেশন রয়েছে। অন্যদিকে, অন্যান্য শহরে মাত্র এক বা দু’টি রেলস্টেশন রয়েছে। তবে, এমন একটি দেশ রয়েছে যেখানে সমগ্র দেশের জন্য মাত্র একটি রেল স্টেশন রয়েছে।
যদি ভারতে এমন পরিস্থিতি থাকত, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই কেবল ট্রেন ধরার জন্য মানুষকে শত শত কিলোমিটার ভ্রমণ করতে হত। প্রতিদিন হাজার হাজার স্টেশন এবং লক্ষ লক্ষ যাত্রী থাকা সত্ত্বেও, ভারতে ট্রেনগুলিতে প্রায়শই ভিড় থাকে। কিন্তু আমরা যে দেশটির কথা বলছি তা হল মোনাকো যেখানে গোটা দেশের জন্য মাত্র একটিই স্টেশন রয়েছে।
মোনাকো পৃথিবীর একমাত্র দেশ যেখানে শুধুমাত্র একটি রেলওয়ে স্টেশন রয়েছে। ফ্রান্সের কাছাকাছি অবস্থিত মোনাকো ইউরোপের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। মোনাকো-মন্টে কার্লো দেশের একমাত্র রেলওয়ে স্টেশন। গুরুত্বের দিক থেকে, এটি মোনাকোকে ফ্রান্সের প্রধান শহরগুলির সঙ্গে যুক্ত করে, যার মধ্যে রয়েছে মার্সেই, নিস এবং প্যারিস।
আরও পড়ুন: জানেন বিশ্বের সবচেয়ে দামি নারকেল কোনটি? কোন দেশে পাওয়া যায় এটি?
দেশটির একমাত্র রেলওয়ে স্টেশন হল মোনাকো-মন্টে কার্লো স্টেশন। প্রতিদিন প্রায় ২০ থেকে ৩০টি ট্রেন এই স্টেশনের মধ্য দিয়ে যাতায়াত করে। স্টেশনটি ভূপৃষ্ঠ থেকে ৪৩ ফুট নীচে এবং একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গে অবস্থিত। সুড়ঙ্গ ভিত্তিক স্টেশনটি ১,৫২৯ ফুট লম্বা এবং ৭২ ফুট প্রস্থ, যা এটিকে এত ছোট একটি দেশের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম আকর্ষণীয় নিদর্শন হয়ে উঠেছে।

মোনাকো বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ, যার জনসংখ্যা প্রায় ৪০,০০০ এবং আয়তন ১.৯৫ বর্গ কিলোমিটার। ছোট আকার এবং সীমিত জনসংখ্যার কারণে, একটি রেলওয়ে স্টেশনও একটি পুরো দেশকে পরিষেবা দেওয়ার জন্য যথেষ্ট। মোনাকো, পুরো নাম মোনাকো প্রিন্সিপালিটি, ফ্রান্সের রিভিয়েরায় অবস্থিত একটি ক্ষুদ্র স্বাধীন নগর-রাষ্ট্র। ভূমধ্যসাগরের তীরে, পশ্চিম ইউরোপে, ইতালির লিগুরিয়া অঞ্চল থেকে হাতের নাগালে এই জায়গাটি। উত্তর, পূর্ব ও পশ্চিমে ফ্রান্সে ঘেরা এটি যেন একটি স্বপ্নের জায়গা।
মোনাকো তার অতি-বিলাসী, উচ্চাকাঙ্খী জীবনধারা, ফর্মুলা-১ মোনাকো গ্র্যান্ড প্রিক্স এবং মন্টে কার্লো ক্যাসিনোর মতো হাই-প্রোফাইল ইভেন্ট এবং ধনী ব্যক্তিদের আকর্ষণকারী কর স্বর্গ হিসেবে এর খ্যাতির জন্য বিখ্যাত। ইয়ট-যুক্ত বন্দর, অত্যাশ্চর্য ভূমধ্যসাগরীয় দৃশ্য এবং ওশানোগ্রাফিক মিউজিয়াম এবং প্রিন্স'স প্যালেসের মতো বিশ্বমানের আকর্ষণের সংগ্রহের মাধ্যমে এর মনোমুগ্ধকর ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়ে উঠেছে।
এখানকার প্রত্যেকেই অবিশ্বাস্যভাবে ভাল আয় করেন এবং প্রতি তিনজনের মধ্যে একজনের মোট সম্পদের পরিমাণ এক মিলিয়ন ডলারেরও বেশি (প্রায় ৮.৩৪ কোটি টাকা)। মোনাকোর অর্থনীতি সম্পূর্ণরূপে পর্যটনের উপর নির্ভরশীল বলে এটিকে প্রায়শই ধনীদের রাজধানী বলা হয়। কোটিপতিদের এই দেশের সবচেয়ে অনন্য দিক হল এখানকার নাগরিকদের আয়কর দিতে হয় না।
