আজকাল ওয়েবডেস্ক: গোটা বিশ্ব জুড়ে ৩ শতাংশ কর্মী ছাঁটছে টেক জায়ান্ট মাইক্রোসফট। সংখ্যাটা প্রায় সাত হাজার। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অন্তত তিন শতাংশ কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট। জানা যাচ্ছে গোটা বিশ্বে মাইক্রোসফটের কর্মী সংখ্যা প্রায় ২ লক্ষ ২৮ হাজার। গত জুন, ২০২৪ অবধি এই কর্মীসংখ্যা ছিল। জানা যাচ্ছে, প্রায় তিন শতাংশ অর্থাৎ প্রায় সাত হাজার কর্মী ছাঁটাই করবে সংস্থাটি।
এদিকে, মাইক্রোসফট জানিয়েছে, গত ত্রৈমাসিকে প্রত্যাশার চেয়েও বেশি লাভ করেছে তারা। তার পরেও এই কর্মী ছাঁটাইয়ের কারণ হিসেবে সংস্থা জানিয়েছে, ম্যানেজমেন্টের স্তর কমানো ও কর্মপদ্ধতিকে সহজ করার জন্যই এই সিদ্ধান্ত।
বিবৃতিতে মাইক্রোসফট আরও জানিয়েছে, সংস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে এই ধরনের পরিবর্তনগুলো চলতেই থাকবে।
এটা ঘটনা, গত কয়েক বছর ধরেই মাইক্রোসফট সহ অন্যান্য টেক জায়ান্ট সংস্থাগুলো কর্মী ছাঁটাই করছে। ২০২৩ সালেই প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করেছিল মাইক্রোসফট। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জন্যই টেক জায়ান্ট সংস্থাগুলো কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বলে অনুমান।
