আজকাল ওয়েবডেস্ক: বেলজিয়ামে গ্রেপ্তার হয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) ঋণ কেলেঙ্কারিতে পলাতক অভিযুক্ত হীরা ব্যবসায়ী মেহুল চোকসি। সিবিআই সোমবার সকালে জানিয়েছে যে, ৬৫ বছর বয়সী চোকসিকে গত শনিবার বেলজিয়াম পুলিশ গ্রেপ্তার করে এবং বর্তমানে তিনি সেখানকার এক জেলে বন্দি রয়েছেন।
জানা গেছে, গ্রেপ্তারের সময় বেলজিয়াম পুলিশ মুম্বইয়ের এক আদালত থেকে জারি করা দুটি ‘ওপেন-এন্ডেড’ গ্রেপ্তারি পরোয়ানার উল্লেখ করে। এই পরোয়ানাগুলি জারি হয়েছিল যথাক্রমে ২৩ মে ২০১৮ এবং ১৫ জুন ২০২১ তারিখে।
আশা করা হচ্ছে, চোকসি অসুস্থতা এবং অন্যান্য কারণে জামিন ও অবিলম্বে মুক্তির আবেদন জানাবেন।
মেহুল চোকসি ও তাঁর ভাইপো নীরব মোদী—যিনি বর্তমানে লন্ডনে প্রত্যর্পণের অপেক্ষায় রয়েছেন—সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তের অধীন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা পিএনবি-র ব্র্যাডি হাউস শাখার কিছু কর্মকর্তাকে ঘুষ দিয়ে জাল লেটার অব আন্ডারটেকিং (LoU) ও বিদেশি ক্রেডিট চিঠি (FLC) ব্যবহারের মাধ্যমে ব্যাঙ্কের প্রায় ১৩,৮৫০ কোটি টাকা প্রতারণা করেছেন।
এই ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে, এবং আন্তর্জাতিক স্তরেও ভারতের তদন্ত সংস্থাগুলির নজরদারি আরও জোরদার হয়েছে।
