আজকাল ওয়েবডেস্ক: শহরের জীবনে বিরক্ত লেগে গিয়েছে তাঁর। চীনের সিচুয়ান প্রদেশের বাসিন্দা সে জন্য শহুরে জীবন ত্যাগ করে গুহায় গিয়ে বসবাস করতে শুরু করেছেন। তাঁর মতে, চাকরি এবং বিয়ের কোনও অর্থ নেই তাঁর জীবনে। গত চার বছর ধরে তিনি গুহাতেই বসবাস করছেন।

সাউথ চায়না মর্নিং পোস্ট অনুযায়ী, মিন হেংচাই একজন অ্যাপ ক্যাবের চালক ছিলেন। মাসে ১০ হাজার ইউয়ান (১৪০০ মার্কিন ডলার) মতো উপার্জন করতেন তিনি। দীর্ঘ সময় ধরে কাজ করা এবং ধারের সমুদ্রে ডুবে যাওয়ার পরেই জীবনের অর্থ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন তিনি। মিন বলেন, “আমি ১০ ঘণ্টা কাজ করতাম ঋণ শোধ করতে। সবকিছু অর্থহীন মনে হত।“

মিন যখন শহুরে জীবন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, তখনও তিনি ৪২,০০০ ডলার ঋণের বোঝায় ডুবে ছিলেন। এর পর তিনি ঋণ পরিশোধের চেষ্টা বন্ধ করে দেন। তাঁর আত্মীয়রা সম্পত্তি বিক্রি যতটা সম্ভব ধার মিটিয়ে দেন। এরপর সে একজন গ্রামবাসীর সঙ্গে জমি বিনিময় করে কাছের একটি গুহায় প্রবেশাধিকার পান। সঞ্চিত ৬,০০০ ডলার ব্যবহার করে ৫০ বর্গমিটার গুহাটিকে বাড়িতে পরিণত করেন।

এখন তিনি চাষবাস করে, বই পড়ে সময় কাটান। সকাল ৮টায় উঠে সারাদিন কাজ করে রাত ১০টায় ঘুমিয়ে পড়েন। নিজের খাবারের জন্য প্রয়োজনীয় খাবার নিজেই চাষ করেন। 

বিয়েকে ‘সময় এবং অর্থের অপচয়’ হিসেবে বর্ণনা করে মিন বলেন, ভালোবাসা বা সম্পদ তাঁকে কখনই আকর্ষণ করেনি। আধুনিক জীবন প্রত্যাখ্যান করা সত্ত্বেও, মিন সমাজমাধ্যমে যথেষ্ট সক্রিয়। তাঁর ৪০ হাজারেরও বেশি অনুগামী রয়েছে।