আজকাল ওয়েবডেস্ক: মাঝ আকাশে বান্ধবীর সঙ্গে 'অতিরিক্ত' চুম্বনে মত্ত হয়েছিলেন যুবক। বিমানকর্মীরা বার বার বারণ করা সত্ত্বেও শোনেননি। ৪৮ জন যাত্রী এবং বিমানকর্মীদের সামনেই যুগলের আচরণ ক্রমশ যৌনতার দিকে মোড় নেয়। এই অপরাধেই এ বার শাস্তি পেলেন রুবেন জেরেমি ফিন নামের ওই যুবক। শুধু এই ঘটনাই নয়, চুরি এবং মাদক সংক্রান্ত একাধিক অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।

 

ঘটনাটি ঘটেছে এয়ার নিউজিল্যান্ডের একটি বিমানে। বিমানটি টেক-অফ করার কিছু ক্ষণের মধ্যেই ফিন এবং তাঁর বান্ধবী লাগামছাড়া চুম্বনে লিপ্ত হন। অন্য যাত্রীদের থেকে অভিযোগ পেয়ে বিমানকর্মীরা তাঁদের সংযত হতে বলেন এবং জানান, বিষয়টি পাইলট পর্যন্ত গড়াতে পারে। কিন্তু তাতেও লাভ হয়নি।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ফিনকে তাঁর বান্ধবীর অন্তর্বাসের ভিতর এবং পরে প্যান্টের ভিতরেও হাত ঢোকাতে দেখা যায়। ফের তাঁদের বারণ করতে গেলে যুগল ঘুমের ভান করে একই আচরণ চালিয়ে যেতে থাকেন। বিমানটি অবতরণ করার পরেই তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

আদালতে সরকারি আইনজীবী জানান, এই ঘটনাটি অন্য যাত্রীদের 'অত্যন্ত অস্বস্তিকর' পরিস্থিতিতে ফেলেছিল। আদালত ফিনকে ছ'মাসের 'কমিউনিটি ডিটেনশন' বা সামাজিক অন্তরীণ এবং এক বছরের নিবিড় পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছে। সাজার অঙ্গ হিসেবে তাঁকে সপ্তাহের কাজের দিনগুলিতে রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাড়ির বাইরে বেরোনোর উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

প্রসঙ্গত, বিমানে চুম্বন করাটা সরাসরি বেআইনি নয়। কিন্তু তা যদি প্রকাশ্য অশালীনতার পর্যায়ে পৌঁছয় বা অন্য যাত্রীদের অস্বস্তির কারণ হয়, তবে তা অপরাধ হিসেবেই গণ্য হয় এবং যাত্রীকে বিমান থেকে নামিয়েও দেওয়া হতে পারে।

আজকাল ওয়েবডেস্ক: তুচ্ছ বচসায় স্ত্রীকে বেলনচাকি দিয়ে পিটিয়ে খুন! সন্তানদের কথায় ফাঁস হল বাবার কীর্তি, শহরে হাড়হিম কাণ্ড 

বিমানে যুগলদের এমন আচরণ অবশ্য নতুন নয়। ২০১৯ সালেও এক ব্রিটিশ মহিলা পর্যটককে একই ধরনের আচরণের জন্য কারাদণ্ডের (সাসপেন্ডেড) শাস্তি দেওয়া হয়েছিল। ডায়ান গিল নামের ওই মহিলা ম্যাঞ্চেস্টার থেকে ডোমিনিকান রিপাবলিক যাওয়ার একটি বিমানে মত্ত অবস্থায় তাঁর প্রেমিককে 'সিনেমার কায়দায়' চুম্বন করছিলেন বলে অভিযোগ। সহযাত্রীরা জানান, যুগল একে অপরকে জড়িয়ে ধরে ছিলেন এবং বিমানকর্মীরা তাঁদের সংযত হতে বললেও তাঁরা শোনেননি। এর পর ডায়ান অভিযোগকারী যাত্রী এবং বিমানকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। বিমানটি গন্তব্যে পৌঁছনোর পর তাঁদের নামিয়ে দেওয়া হয় এবং অন্য বিমানে দেশে ফিরতে হয়।