আজকাল ওয়েবডেস্ক: তিনি এক দেশের রাষ্ট্রপতি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁরই এক ভিডিও। আর ওই ভিডিও ছড়িয়ে পড়তেই জনসমক্ষে মুখ পুড়েছে গোটা দেশের। একপ্রকার হইচই।
কী ঘটেছে ঠিক? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুল ম্যাক্রোঁর একটি ভিডিও। যে মুহূর্তের ভিডিও, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, ঘটনা আরও পাঁচজন চাক্ষুস করে ফেলেছেন ভেবেই তড়িঘড়ি সামলে নিয়েছেন ম্যাক্রোঁ। হাসিমুখে হাত নাড়লেন ক্যামেরার দিকে।
Macron slapped by his wife Brigitte. pic.twitter.com/cZDzdgPZnq
— RadioGenoa (@RadioGenoa)Tweet by @RadioGenoa
দক্ষিণ-পূর্ব এশিয়ায় সরকারি সফর শুরু করেছেন ম্যাক্রোঁ, সস্ত্রীক। সফরের কারণেই পৌঁছেছেন ভিয়েতনামে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে, ম্যাক্রোঁ বোর্ডিং গেটের পাশে দাঁড়িয়ে রয়েছেন এবং কথা বলছেন স্ত্রীর সঙ্গে। নিরাপত্তারক্ষী যখন দরজা খুলে দেন, তখন আচমকা দেখা যায়, এক দৃশ্য।এক মুহূর্তে তা দেখে মনে হচ্ছে, ম্যাক্রোঁর স্ত্রী তাঁর মুখে ধাক্কা মারছেন। স্ত্রীর আক্রমণাত্মক ভঙ্গি ক্যামেরাবন্দি হচ্ছে দেখতে পেয়ে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান ম্যাক্রোঁ নিজেও। সেই সময় বিমানের ক্রুর এক সদস্য সেদিকে যেতে গিয়েও পরিস্থিতি বুঝে পাশ কাটিয়ে যান। ভিডিওতে দেখা গিয়েছে তাও।
পরে আরও দেখা গিয়েছে, ম্যাক্রোঁ স্ত্রীর দিকে নিজের কনুই বাড়িয়ে দিলেও, তা রীতিমত অগ্রাহ্য করে একাঈ হেঁটে এগিয়ে যান ফ্রান্সের ফার্স্ট লেডি।
যদিও সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পরে, রাষ্ট্রপতির দপ্তর এই ভিডিওর সত্যতা উড়িয়ে দেয়। তবে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, অ্যাসোসিয়েটেড প্রেস এই ভিডিওকে সত্যই বলেছে।
একই সঙ্গে উল্লেখ্য, যেহেতু কেবল ম্যাক্রোঁকেই দেখা গিয়েছে ভিডিওতে, তাঁর স্ত্রীর অভিব্যক্তি বোঝা যায়নি, তাই বোঝা সম্ভব হয়নি, ঠিক কী পরিস্থিতি ছিল ওই মুহূর্তে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ফরাসি রাষ্ট্রপতির সফরসঙ্গী জানিয়েছেন, ওই মুহূর্ত ছিল স্বামী-স্ত্রীর নিছক মজার মুহূর্ত।
