আজকাল ওয়েবডেস্ক: এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার চালু করল লিঙ্কডইন। ফলে চাকরি খোঁজা যাবে এবার আরও সহজে। ক্যালিফোর্নিয়ার সানিভেলে অবস্থিত এই পেশাদার নেটওয়ার্কিং প্ল্যাটফর্মটি চলতি মাসের শুরুতে প্রথমে আমেরিকায় এই এআই টুলটি চালু করেছে। এবার তা ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই এআই টুলের মাধ্যমে ব্যবহারকারীরা প্রাকৃতিক ভাষায় (ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ) নিজের পছন্দের চাকরি টাইপ করে খুঁজে পেতে পারেন। তবে, তবে লিঙ্কডইন প্রিমিয়াম গ্রাহকদের জন্যই শুধু এই ফিচার উপলব্ধ।
লিঙ্কডইন-এর সমীক্ষায় দেখা গিয়েছে যে, বেঙ্গালুরুর ৬০ শতাংশ পেশাদার মানুষই চাকরির ঠিকঠাক হেডলাইন বা ইন্ডাস্ট্রি ঠিক করে খুঁজতে গিয়ে সমস্যায় পড়েন, তাই চাকরি হন্যে হয়ে খুঁজলেও তাঁরা কিছু পান না। এই সমস্যা দূর করতেই নতুন এআই চালিত সার্চ টুল এনেছে সংস্থাটি। এখন কিওয়ার্ড-ভিত্তিক খোঁজের পরিবর্তে সরাসরি প্রাসঙ্গিক চাকরির তালিকা দেখাবে, ফলে ঝক্কি কমবে। সংস্থার দাবি, এই পদ্ধতি চাকরিপ্রার্তীদের আরও আত্মবিশ্বাসের সঙ্গে ক্যারিয়ারের অগ্রগতি করতে সহায়তা করবে।
ব্যবহারকারীরা যা খুঁজছেন তা সহজ ভাষায় এআই টুলে টাইপ করতে পারবেন। উদাহরণস্বরূপ, একজন প্রাথমিক ক্যারিয়ারের সফটওয়্যার ইঞ্জিনিয়ার টাইপ করতে পারেন। যেমন, বেঙ্গালুরুতে সফটওয়্যার ডেভেলপারের চাকরি যা হাইব্রিড বা রিমোট ওয়ার্ক এআই টুলে লিখে দিলেই সমস্ত ক্ষেত্রের ফলাফল প্রকাশ করবে।
বর্তমানে, এআই-চালিত চাকরি খোঁজার টুলটি শুধুমাত্র লিঙ্কডইন-এর প্রিমিয়াম গ্রাহকদের জন্য উপলব্ধ। সাবস্ক্রিপশন পরিকল্পনার দাম মাসে ৪৯৯ টাকা, এবং ইন্টারভিউ প্রস্তুতির জন্য এআই টুলস, মাই ক্যারিয়ার যাত্রা পরিকল্পনা এবং আরও অনেক সুবিধা দিচ্ছে।
