আজকাল ওয়েবডেস্ক: জুলাই আন্দোলনে বদলে গিয়েছে বাংলাদেশের পরিস্থিতি। তীব্র আন্দোলনের মাঝেই পতন হয়েছে হাসিনা সরকারের। মুজিব-কন্যা দেশ ছেড়েছেন। তারপর থেকেই আলোচনায় খালেদা জিয়া। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার লণ্ডন থেকে গুলশানের বাড়িতে ফিরেছেন জিয়া।
বিএনপি নেতারা খালেদাকে স্বাগত জানাতে মঙ্গলবার হাজির হয়েছিলেন বিমানবন্দরে। সূত্রের খবর, খালেদার সঙ্গে এদিন দেশে ফিরেছেন তাঁর দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। বর্ষীয়ান রাজনীতিবিদ, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দীর্ঘদিন অসুস্থ। চিকিৎসার কারণে জানুয়ারিতেই গিয়েছিলেন বিদেশে।
তবে খালেদা বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতিতে দেশে ফিরলেন, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ চালাচ্ছে অন্তবর্তী সরকার। দিনে দিনে সাধারণ মানুষের মনে দাবি উঠেছে নির্বাচনের। অন্তবর্তী সরকারের বিরুদ্ধেও পুঞ্জীভূত হয়েছে ক্ষোভ।
অন্তবর্তী সরকার যদিও জানিয়েছে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে নির্বাচন হবে পদ্মা পারে। তবে ‘কবে নির্বাচন?’, সঠিক উত্তর পেতে প্রশ্ন ঘুরছেই। অন্যদিকে হাসিনা সরকার পরবর্তী বাংলাদেশে তৈরি হয়েছে নতুন দল। ওই দলের সঙ্গে খালেদার দলের বিবাদ ইতিমধ্যেই চর্চায় উঠে এসেছে। এসবের মাঝেই দেশে ফিরছেন খালেদা। বাংলাদেশের সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার রাতেই খালেদা রওনা হন হিথরো বিমান বন্দর থেকে।
