আজকাল ওয়েবডেস্ক: প্রায় ৪০ মিনিটের কথোপকথন দুই রাষ্ট্রপ্রধানের, আর তা দেখে একপ্রকার হতবাক বিশ্ব। দুই রাষ্ট্রপ্রধান প্রবল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
 
 হোয়াই হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স-ও। তাঁদের ঘিরে ছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সব প্রতিনিধিরা। তার মধ্যেই রীতিমতো উত্তপ্ত বাক্যবিনিয়ম হল। দুই রাষ্ট্রনেতা একে অপরের সঙ্গে নজিরবিহীনভাবে উচ্চস্বরে কথা বললেন।
এক পর্যায়ে পরিস্থিতি এমন দিকে যায়, ভেস্তে যায় বৈঠক। শনিবার দিনভর আলোচনায় ছিল বাকবিতণ্ডা। কিন্তু একদিকে যখন ট্রাম্পের সঙ্গে তাঁর তর্ক-বিতর্ক নিয়ে তুঙ্গে আলোচনা, ঠিক তখনই আমেরিকা থেকে সোজা ব্রিটেনে পৌঁছে গেলেন জেলেনস্কি। শুধু পৌঁছে গেলেন নয়, সোজা গেলেন স্টার্মারের কাছে।
১০ ডাউনিং স্ট্রিটে সে এক অন্য ছবি। ইউক্রেনের প্রেসিডেন্ট সেখানে পৌঁছতেই উষ্ণ অভ্যর্থনা। জড়িয়ে ধরেন স্টার্মার। ডাউনিং স্ট্রিটে বহু মানুষ জেলেনস্কিকে সমর্থন জানানোর জন্য অপেক্ষারত ছিলেন।
জানা গিয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রসঙ্গে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হয়েছে। জেলেনস্কি ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে কথা বলেছেন স্টার্মারের সঙ্গে। দু' জনের বৈঠকের মাঝেই ব্রিটেনের চ্যান্সেলর ইউক্রেনের অর্থমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন। উল্লেখ্য, ট্রাম্পের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পরেই, ব্রিটেনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ইউক্রেনের রাষ্ট্রপ্রধানের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
