আজকাল ওয়েবডেস্ক: ডোনাল্ড ট্রাম্প। ভারত-পাকিস্তান যুদ্ধে আবহের মতোই, ইরান-ইজরায়েল যুদ্ধের মাঝে ঢুকে পড়েছে ইরান। দুই দেশ কত তাড়াতাড়ি শান্তি চুক্তি করবে তা নিয়েও ‘ধমকে’ দিয়েছিলেন তিনি। এবার ইরান-ইজরায়েলকে স্কুলের বাচ্চাদের সঙ্গে তুলনা করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বের সামনে।
ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুট বুধবার এক সংবাদ সম্মেলনে ইজরায়েল-ইরান যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন, ট্রাম্পকে "বাবা" বলেও অভিহিত করেছেন। ট্রাম্পকে ম্যান অফ পিস বলেও অভিহিত করেছেন তিনি।
ট্রাম্প, সেখানেই নিজের কথা বলার সময় ইজরায়েল-ইরান যুদ্ধ প্রসঙ্গ টেনে আনেন। বলেন, দুই দেশ স্কুলের বাচ্চাদের মতো ঝগড়া করছিল। কোনওভাবেই সেই মুহূর্তে থামানো সম্ভব ছিল না। তাই সিদ্ধান্ত নেন, ‘দু-তিন মিনিট ঝগড়া করতে দাও, তারপর সামলানো সহজ।‘
পরিস্থিতিতে প্রয়োজনে কঠিন কথা বলতে হয় বলেও উল্লেখ করেন একেবারে অভিভাবকসুলভ ভঙ্গিতে। তারপরেই করে বসেন বেফাঁস মন্তব্য। যুদ্ধবিরতি লঙ্ঘনের পরের সময়ের বর্ণণা করতে গিয়েই লাইভ টিভিতে তাঁর শব্দচয়ন নিয়ে শোরগোল।
