আজকাল ওয়েবডেস্ক: কী কাণ্ড, বিমানকে লোকাল ট্রেনের কামরা বানিয়ে দিলেন যাত্রীরা! সম্প্রতি মাঝ আকাশে এক বিমানের ভিতরে যাত্রীদের নানা কীর্তির ভিডিও করেন এক যুবক। সেটিই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। যা ছড়িয়ে পড়তেই যাত্রীদের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুললেন নেটিজেনরা। 

ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডগামী এক বিমানে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিমানের সিটে দাঁড়িয়ে মুখোমুখি গল্পে মশগুল কয়েকজন যাত্রী। কেউ কেউ আবার বিমানের মধ্যে যাতায়াতের পথে দাঁড়িয়েও আড্ডা মারছেন। দাঁড়িয়ে খাবার খাচ্ছেন কেউ, কেউ তারস্বরে হাসিঠাট্টা করছেন। একনজরে দেখলে মনে হবে, এ যেন লোকাল ট্রেনের কামরা। 

যুবক জানিয়েছেন, যাঁরা বিমানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন, তাঁরা সকলেই ভারতীয়। বিমানের ক্রু মেম্বাররা বারবার তাঁদের সিটে বসার অনুরোধ করলেও, তাঁরা কোনও গুরুত্ব পর্যন্ত দেননি। কয়েকবার কড়াভাবেই তাঁদের সিটে বসে গল্প করার জন্য অনুরোধ করা হয়েছিল। এমন যাত্রীদের জন্য যে ভারতীয়দের নামে বিদেশে আরও কুৎসা রটে, তা ঘিরেই ক্ষোভ উগরে দেন যুবক। 

ইতিমধ্যেই ভিডিওটি ১৫ লক্ষ মানুষ দেখেছেন। যাত্রীদের কাণ্ডজ্ঞানহীন আচরণের তীব্র সমালোচনাও করেছেন। কেউ কেউ লিখেছেন, ইদানিং বিমানে অনেকের পানের পিক, গুটখা খেয়েও নোংরা করেন। এমন যাত্রীদের কারণে বিমানে ওঠাও দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়াচ্ছে।