আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ ফ্লোরিডা, ১৭ জুলাই — সম্প্রতি ফ্লোরিডার অ্যাভেন্টুরা এলাকার একটি বিলাসবহুল রিসর্টে ঘটেছে অদ্ভুত এক কাণ্ড। এক দল পর্যটক যখন পুলের ধারে পিজ্জা খেতে ব্যস্ত, তখন হঠাৎ করেই হাজির হয় এক বিশালাকার সবুজ ইগুয়ানা গিরগিটি, আর নিমেষেই তুলে নেয় এক টুকরো পিজ্জা! ওই মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দি করেন পর্যটক লোপেজ, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে ইনস্টাগ্রাম ও টিকটকে।

ভিডিওতে দেখা যায়, ইগুয়ানাটি যেন রীতিমতো রেস্তোরাঁয় আগাম বুকিং দিয়েই এসেছে—এমন আত্মবিশ্বাসের সঙ্গে সে চিবোতে থাকে পিজ্জা, একেবারে নির্ভয়ে। পর্যটকদের বিস্ময় ও হাসির প্রতিক্রিয়া এই দৃশ্যকে করে তোলে আরো নাটকীয়। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার প্রতিক্রিয়াও ছিল চমকপ্রদ। একজন মন্তব্য করেছেন, “ওকে আমি ট্রেনিং দিয়েছি। দুপুরে খিদে পেলে ও পিজ্জা নিয়ে আসে!” অন্য একজন লেখেন, “এটা ফ্লোরিডার NYC র‌্যাট!” কেউ আবার লিখেছেন, “রিসর্টের পিজ্জা তো এত সস্তা না যে কেউ ছিনিয়ে নিয়ে যাবে!”

আরও পড়ুন: চুংচেওং-এ রেকর্ড বৃষ্টিপাতে মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতি, ১,০০০-র বেশি মানুষকে সরানো হলো নিরাপদ আশ্রয়ে

তবে এই হাস্যকর ঘটনার আড়ালে লুকিয়ে রয়েছে একটি গুরুতর পরিবেশগত সমস্যা—ফ্লোরিডায় ইগুয়ানার আগ্রাসী বিস্তার। সবুজ ইগুয়ানা ফ্লোরিডার স্থানীয় প্রাণী নয়। ১৯৬০-এর দশকে পোষ্য হিসেবে নিয়ে আসা এই প্রজাতি এখন দক্ষিণ ফ্লোরিডা জুড়ে ছড়িয়ে পড়েছে। উষ্ণ আবহাওয়া ও শিকারির অভাব তাদের টিকে থাকার আদর্শ পরিবেশ তৈরি করেছে।

আরও পড়ুন: মিলনের আগে প্রস্রাব খাওয়ানোর রীতি! প্রস্রাবের স্বাদেই না কি লুকিয়ে কামনার বার্তা! কারা করে এটা?

ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের (FWC) মতে, এই ইগুয়ানারা ব্যাপকভাবে ফুল, ফল, ও অন্যান্য গাছপালা খেয়ে সাবাড় করছে। তারা বাগান ও ল্যান্ডস্কেপ নষ্ট করছে এবং স্থানীয় প্রজাতির সঙ্গে খাদ্য ও বাসস্থানের জন্য প্রতিযোগিতা করছে। কিছু ক্ষেত্রে তারা গাছের শামুক ও বিপন্ন প্রজাপতির গাছও খেয়ে ফেলছে। তাদের গর্ত খোঁড়ার অভ্যাস ফুটপাত, সীওয়াল, এমনকি বিল্ডিংয়ের ভিত্তি দুর্বল করে দিতে পারে। এছাড়া, তাদের মল থেকে ছড়াতে পারে সালমোনেলা নামক ব্যাকটেরিয়া, যা মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।

Critter Control সংস্থা জানিয়েছে, পর্যটক ও স্থানীয়দের এই প্রজাতি থেকে দূরে থাকতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে যেখানে ইগুয়ানা হেঁটে বেড়ায় বা তাদের মল পড়ে থাকে। FWC ইগুয়ানা প্রতিরোধ ও মানবিকভাবে নির্মূল করার জন্য দিকনির্দেশনা দিচ্ছে, বিশেষ করে যাতে তারা মানুষের খাবার বা উপস্থিতির সঙ্গে অভ্যস্ত না হয়ে ওঠে। কারণ এতে তারা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। পিজ্জা চুরি করা ইগুয়ানাটি হয়তো সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক জুগিয়েছে, কিন্তু এটি আমাদের মনে করিয়ে দেয়—ফ্লোরিডার ইকোসিস্টেম কতটা আশঙ্কাময় হয়ে পড়েছে এক প্রকার বহিরাগত প্রাণীর আধিপত্যে।