আজকাল ওয়েবডেস্ক: বরফের কোনও বিকল্প নেই। একে যেকোনও কাজে ব্যবহার করা যেতে পারে। সেদিক থেকে দেখতে হলে দেহে হঠাৎ করে যদি চোট লাগে তাহলে সেখানে বরফ লাগানোর কাজ করেন অনেকেই। তবে এটা জানেন কি ছোটোদের দেহেও যদি আঘাত লাগে তাহলে সেখানেও বরফের ব্যবহার করা যেতে পারে।
বরফ ছোটদের আঘাত বা পোড়ার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে। বরফ আঘাতের স্থানকে অবশ করে ব্যথা কমাতে পারে এবং ফোলাভাব কমাতে সাহায্য করে। এছাড়া, গরম কিছুতে জিহ্বা পুড়ে গেলে বরফের টুকরো ব্যবহার করে আরাম পাওয়া যেতে পারে।
ছোটদের ক্ষেত্রে, আঘাত বা পোড়ার স্থানে বরফ ব্যবহারের কিছু উপকারিতা নিচে দেওয়া হল:
ব্যথা কমায়: বরফ আঘাতের স্থানকে অবশ করে ব্যথা কমাতে সাহায্য করে।
ফোলাভাব কমায়: আঘাতের কারণে সৃষ্ট ফোলাভাব কমাতে বরফ একটি কার্যকর উপায়।
রক্ত চলাচল কমায়: বরফ রক্ত চলাচল কমিয়ে দেয়, যা আঘাতের কারণে অতিরিক্ত রক্তপাত বা ফোলাভাব কমাতে সাহায্য করে।
ত্বকের জ্বালা কমায়: পোড়ার স্থানে বরফ ব্যবহার করলে জ্বালাভাব কমে যায়।
বিশেষভাবে মনে রাখতে হবে, বরফ সরাসরি ত্বকের সংস্পর্শে না দিয়ে একটি পাতলা কাপড়ে মুড়ে ব্যবহার করা উচিত। এছাড়াও, আঘাত বা পোড়ার তীব্রতা বেশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বরফকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে সেখান থেকে দেহের নানা ধরণের নার্ভের সমস্যা মিটতে পারে। তীব্র শীতল থাকে বলে এটি দেহের মধ্যের নার্ভগুলিকে এমনভাবে রাখে যে সেখান থেকে হঠাৎ করে লাগা চোটকে সামাল দেওয়া যায়।
