আজকাল ওয়েবডেস্ক: যুক্তরাষ্ট্রের ৩৩ বছর বয়সী ব্রিয়ানা লাফার্টি আট মিনিটের জন্য ‘মৃত’ ছিলেন—আর সেই সময়েই তিনি দেখেছেন মৃত্যু-পরবর্তী এক অবিশ্বাস্য জগত। এক বিরল স্নায়বিক রোগে ভোগা ব্রিয়ানা জানান, তাঁর আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে এক সময় ও স্থানহীন ভুবনে প্রবেশ করে, যেখানে ছিল কেবল শান্তি, স্বচ্ছতা এবং নিঃশর্ত ভালোবাসা।
তিনি বলেন, “মৃত্যু আসলে এক বিভ্রম। আত্মা কখনোই মরে না, এটি কেবল রূপান্তরিত হয়।” মৃত্যুর সেই মুহূর্তগুলোতে তিনি দেখেছেন, আমাদের চিন্তাগুলোই সেখানে বাস্তবতা তৈরি করে। মানুষের কষ্ট, সংগ্রাম—সবকিছুরই গভীর তাৎপর্য আছে, যা তিনি এখন উপলব্ধি করেন।
ব্রিয়ানার এই অভিজ্ঞতা শুধু তাঁর জীবনদৃষ্টিকোণই পাল্টে দিয়েছে না, বরং মৃত্যু এবং অসুস্থতা নিয়ে তাঁর ভয়কে রূপান্তর করেছে কৃতজ্ঞতায়। চিকিৎসকদের মতে, তাঁর মস্তিষ্কে অপারেশনের পর বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
এমন বিস্ময়কর এক মৃত্যুযাত্রা থেকে ফিরে আসা ব্রিয়ানা এখন বিশ্বাস করেন—আমরা সবাই পৃথিবীতে একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই এসেছি।
